Foodball

দল থেকে ছিটকে গেছেন মার্তিনেজ


চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে পাবে না আর্জেন্টিনা। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গত রোববার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পান মার্তিনেজ। ম্যানইউর ৩-০ গোলে জয়ের ওই ম্যাচে পুরো সময়ই খেলেন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল, কেউই জানায়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফুটবল রিপোর্টার গ্যাস্তন এদুল জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন মার্তিনেজ। এই মুহূর্তে খেলার জন্য ফিট নন তিনি।

মার্তিনেজের বিকল্প হিসেবে দলে সুযোগ পাওয়া মেদিনা এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিনটি ম্যাচ। এর মধ্যে ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার শুরুর একাদশে ছিলেন একটিতে।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয়, দুই হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে প্যারাগুয়ে।