ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটের ঝগড়া আইপিএলে বদলে গেল বন্ধুত্বে ক্রুণাল-দীপকের


আইপিএলের নিলামে ক্রুণাল ও দীপক দু’জনকেই কেনে লখনউ সুপার জায়ান্টস। তার পরেই জল্পনা শুরু হয় এই দুই ক্রিকেটার কী ভাবে একসঙ্গে খেলবেন। কিন্তু আদতে দেখা গেল উল্টো ছবি। শুধু খেললেন না, একে অন্যের সাফল্যে উল্লাস করলেন। বিতর্ক ভুলে একতার ছবি দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

শুভমান গিলের উঁচুতে মারা বলটা তালুবন্দি করার সঙ্গে সঙ্গে দীপক হুডার কাছে ছুটে গেলেন ক্রুণাল পাণ্ড্য। দীপককে জড়িয়ে ধরলেন তিনি। একসঙ্গে উল্লাস করতে দেখা গেল তাঁদের। এ আর নতুন কী? একই দলের হয়ে খেলছেন তাঁরা। একসঙ্গেই তো উল্লাস করবেন। কিন্তু পরিস্থিতিটা এক বছর আগে ছিল সম্পূর্ণ আলাদা। ক্রুণালের উপর দায় চাপিয়ে রাজ্য দল ছেড়েছিলেন দীপক। তাই তাঁদের এ ভাবে আনন্দ করতে দেখে কিছুটা অবাক সমর্থকরা।

বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন ক্রুণাল ও দীপক। গত বছর সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার আগে দীপককে নির্বাসিত করা হয়। তাঁর বিরুদ্ধে জৈবদুর্গ ভেঙে বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পাল্টা দীপক আভিযোগ করেন, অধিনায়ক ক্রুণালের হেনস্থার জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাতে অবশ্য বিতর্ক থামেনি। এ বছর ঘরোয়া ক্রিকেটে সাদা বলের প্রতিযোগিতার আগে বরোদা ছেড়ে রাজস্থানে যোগ দেন দীপক

আইপিএলের নিলামে ক্রুণাল ও দীপক দু’জনকেই কেনে লখনউ সুপার জায়ান্টস। তার পরেই জল্পনা শুরু হয় এই দুই ক্রিকেটার কী ভাবে একসঙ্গে খেলবেন। কিন্তু আদতে দেখা গেল উল্টো ছবি। শুধু খেললেন না, একে অন্যের সাফল্যে উল্লাস করলেন। বিতর্ক ভুলে একতার ছবি দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আইপিএলে এই দৃশ্য অবশ্য নতুন নয়। জাতীয় দলের হয়ে বিতর্কে জড়ানো ভারতের হরভজন সিংহ ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসকেও দেখা গিয়েছিল একসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে। আইপিএলে রাজস্থান রয়্যালসের জশ বাটলারকে মাঁকড়ীয় আউট করে বিতর্কে জড়ান পঞ্জাব কিংসের রবিচন্দ্রন অশ্বিন। এ বার অশ্বিন রাজস্থানে। তাঁদেরও একসঙ্গে মাঠে নামতে দেখা যাবে।