Cricket

ভারতের বিরুদ্ধে তাহলে আইনি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান


২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ঝামেলা যেন থামার নয়। কারণ মাঠে যা-ই হোক, মাঠের বাইরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে টুর্নামেন্টটি এখন সুতোয় ঝুলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন শক্ত পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে ভারতের বিরুদ্ধে।

পাকিস্তানের স্থানীয় এক সংবাদ মাধ্যমে জানা যায়, ভারতের সিদ্ধান্ত নিয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। পিসিবি এই ঘটনা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারকে জানিয়েছে। সরকারের ভেতরের সূত্র থেকে জানিয়েছে যে কর্মকর্তারা ভারতের একগুঁয়ে মানসিকতার ব্যাপারে খুবই বিরক্ত। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম ব্যবস্থার কথাই ভাবা হচ্ছে বলে ‘ক্রিকেট পাকিস্তানের’ গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনা হতেই পারে। এমনকি ক্রিকেট দলের সফর বাতিল নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তান শক্ত পদক্ষেপ নিতে পারে।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে চিঠি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে পাঠিয়েছে, সেটার ব্যাপারে পরশু ক্রিকইনফো এক প্রতিবেদন প্রকাশ করে। কারণ ভারত সরকারের থেকে পাকিস্তান সফরের ব্যাপারে বিসিসিআই কোনো সবুজ সংকেত পায়নি।

আইসিসি আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগে টুর্নামেন্টের সূচি ফাঁস হয়ে যায়। সেই সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। বেশির ভাগ সময়ই আইসিসি টুর্নামেন্টের সূচি ১০০ দিন প্রকাশ করে থাকে। আইসিসিকেও বারবার তাড়া দিচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করতে।লাহোরে আজ এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঘোষণার অনুষ্ঠান থাকলেও সেটা আইসিসি শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না দেখে সূচি তৈরি করে ঝামেলা পেকেছে বলে পরশু রাতে ক্রিকবাজ এক প্রতিবেদনে জানা গিয়েছিল।

২০০৮ সালে ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফর করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড বারবার পাকিস্তান সফর করলেও ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে যেতে চায় না। সবশেষ ২০২৩ এশিয়া কাপও বাধ্য হয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে পাকিস্তানের মাঠে খেলাতে সম্ভাব্য সব চেষ্টাই করতে থাকে। ভারতের সব ম্যাচ লাহোরে দেওয়ার পরিকল্পনা ছিল।এমনকি রোহিত শর্মা-বিরাট কোহলিদের দিনের খেলা শেষে সেদিনই চার্টার্ড বিমানে দেশে পাঠানোর পরিকল্পনাও ছিল পিসিবির। বর্তমানে যে পরিস্থিতি তাতে হাইব্রিড মডেলে যাওয়া ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ভারতের ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা বেশি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।