দুর্দান্ত বোলিংয়ে নাহিদ রানা ছন্দে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জাকের আলী অনিকের সৌজন্যে ২৮৬ রানের লিড। বল হাতে অভিজ্ঞ তাইজুল ইসলাম দেখালে ঘূর্ণি জাদু। আর ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ পেল ১৫ বছর পর টেস্ট জয়।
দুই ম্যাচের টেস্ট সিরিজর শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়েছে বাংলাদেশ দল। জ্যামাইকার স্যাবাইনা পার্কে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় সফরকারীরা। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ১৪৬ রানে থামে ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান করেছে বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৫ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা।
আগের দিনের ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনটা তাদের জন্য কেটেছিল দুর্দান্ত। নাহিদ রানার ফাইফারের পর ব্যাটাররাও ভরসা জোগান। বাংলাদেশেরও জয়ের স্বপ্ন উঁকি দেয়।
শেষদিনে বাংলাদেশের জন্য ভরসা হয়ে থাকেন জাকের আলী। যদিও তার অন্য প্রান্তের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শুরুটা হয় তাইজুল ইসলামকে দিয়ে। জাকেরের সঙ্গে তার ৯৫ বলে ৩৪ রানের জুটি ভাঙেন আলজারি জোসেফ। ৫০ বলে ১৪ রান করে তাইজুল ক্যাচ আউট হন।
আগের দিন অসুস্থতার কারণে ব্যাটিংয়ে আসেননি মুমিনুল হক। আটে খেলতে নেমে শূন্য রানে স্লিপে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পরও বাংলাদেশের আশা হয়ে থাকেন জাকের। তিনি পেয়ে যান হাফ সেঞ্চুরিও।
৮০ তম বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশত পূরণ করেন তিনি। এর কিছুক্ষণ বাদে হাসান মাহমুদ আউট হন কেমার রোচের বলে স্লিপে ক্যাচ দিয়ে, ৬ বলে শূন্য রান করা তাসকিন তার বাউন্সার টেনে আনেন স্টাম্পে। উইকেট যত পড়েছে, ততই মারমুখী হয়েছেন জাকের।
একসময় তিনি পৌঁছে যান ‘নড়বড়রে নব্বইয়ে’। যদিও সেঞ্চুরি আর পাওয়া হয়নি তার। ৯১ রানে থাকতে আলজারি জোসেফের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান জাকের, তবে তার ইনিংসটি স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন। জাকেরের বিদায়ের পর বাংলাদেশও অলআউট হয়ে যায়। তবে রানটা ততক্ষণে পৌঁছে গেছে বেশ ভালো জায়গায়।
রান তাড়ায় নেমে মধ্যাহ্নভোজের বিরতির আগে পাঁচ ওভারের ভেতরই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাইজুলকে তখন বোলিংয়ে নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। তিনি এসেই মিকাইল লুইসকে আউট করেন, এই ব্যাটার ক্যাচ দেন শর্ট লেগে শাহাদাৎ হোসেন দীপুর হাতে।
এক উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ফেরার পর থিতু হওয়ার চেষ্টা করছিল। কার্লোস ব্রাথওয়েট নেতৃত্ব দিচ্ছিলেন সামনে থেকে। তবে কেসি কার্টিকে এর মধ্যে উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন, তখন তার রান ১৪।
ক্যারিবীয়দের হয়ে প্রতিরোধ গড়া কার্লোস ব্রাথওয়েট ফিরিয়ে দেন ইসলাম। তার বলে স্লিপে দাঁড়ানো জয়ের হাতে ক্যাচ দেন ৬৩ বলে ৪৩ রান করা এই ব্যাটার। নিজের পরের ওভারে এসেও উইকেট পান তাইজুল।
এবার তিনি ফেরান আথানজেকে। ৬ বলে ৫ রান করে এই ব্যাটার হন বোল্ড। চা বিরতি থেকে ফেরার পর কেভম হজকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পান তাইজুল। ক্যারিবীয়দের হয়ে ৭৫ বল খেলে সর্বোচ্চ ৫৫ রান করেন হজ। মাঝে তাসকিনের একটি উইকেটের পর তাইজুল নিজের ফাইফার পূর্ণ করেন জশুয়া ডা সিলভাকে ফিরিয়ে। নিজের ক্যারিয়ারে ১৫তম বারের মতো এই মাইলফলকে পৌঁছান তিনি।
এরপর বাকি তিন উইকেট তুলে জয়টা পেতে খুব একটা দেরি করেনি বাংলাদেশ। এই জয় অনেকটা স্বস্তির বাংলাদেশের জন্য। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবার টেস্ট জিতল বাংলাদেশ, সবমিলিয়ে ৬ বছর পর। মেহেদী হাসান মিরাজও পেয়েছেন অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বাদ।
Top Headlines
Featured Matches
Football
Liverpool
English Premier League
2-1
Chelsea
Wolverhampton Wanderers
English Premier League
1-2
Manchester City
Bournemouth
English Premier League
2-0
Arsenal
Alavés
La Liga
2-3
Real Valladolid
Southampton
English Premier League
2-3
Leicester City
Newcastle United
English Premier League
0-1
Brighton and Hove Albion
Fulham
English Premier League
1-3
Aston Villa
Cricket
Sussex
Sri Lanka
Teams will be announced at the toss
Multan Sul..
Quetta Gla..
Teams will be announced at the toss
Islamabad..
Karachi Ki..
Teams will be announced at the toss
Peshawar Z..
Lahore Qal..
Teams will be announced at the toss
Islamabad..
Quetta Gla..
Teams will be announced at the toss
Lahore Qal..
Islamabad..
Teams will be announced at the toss
Mumbai Ind..
Delhi Capi..
Teams will be announced at the toss