My Sports App Download


৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জ়াবি আলন্সোর মেয়াদ শেষের দিকে সেই খবরটা অনেকদিন ধরেই ঘোরাঘুরি করছিল। তাঁর কাছে অক্সিজেন হিসেবে ছিল স্প্যানিশ সুপার কাপ। সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারতে হয়েছে। আর এই হারের ২৪ ঘণ্টার মধ্যেই জ়াবি আলন্সোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, বরখাস্ত করার কিছুক্ষণের মধ্যে নতুন কোচের নামও ঘোষণা করে দিল তারা।

 

২০২৫ সালের জুন মাসে কার্লো আন্সেলোত্তির জায়গায় রিয়াল মাদ্রিদ তাদের প্রাক্তন প্লেয়ার জ়াবিকে কোচ করে আনার পর আশা দেখেছিলেন সমর্থকরা। ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত তিনি বেয়ার লেভারকুসেনকে সাফল্য এনে দিয়েছিলেন কোচ হিসেবে। রিয়ালে প্লেয়ার হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার পর কোচ হিসেবেও সেই ছবিটা দেখা যাবে। কিন্তু রিয়াল জার্সি গায়ে চাপিয়ে খেলা আর সেই জার্সি পরা ১১ জন প্লেয়ারকে ম্যানেজ করার মধ্যে আকাশ পাতাল তফাত তা সাত মাসেই টের পেয়েছেন আলন্সো। রিপোর্টে প্রকাশ, আলন্সো ক্লাব ম্যানেজমেন্টের প্রত্যাশামতো ফল এনে দিতে পারছিলেন না।

 

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জ়াবি আলন্সোর রেকর্ড

সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৩৪টা ম্যাচ খেলে ২৪টায় জিতেছে। ড্র করেছে চারটেতে ও হেরেছে ছয়টিতে। লা লিগায় রিয়াল রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা বার্সার থেকে পিছিয়ে চার পয়েন্টে। UEFA চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে সাত নম্বরে।

 

আলন্সোকে বরখাস্ত করার খবর জানিয়ে রিয়াল মাদ্রিদ বিবৃতি জারি করার পরেই আরও একটা বিবৃতি জারি করে। যেখানে জানায় আলন্সোর জায়গায় দলের কোচ হিসেবে আসছেন আলভারো আরবেলোয়া। তিনি জ়াবির মতো রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্লেয়ার। ২০১৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালে কোচিং শুরু করেন। প্রথমে রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমির কোচ ছিলেন। ২০২৫ সালে তিনি রিয়াল কাস্তিয়ার কোচ হন।