My Sports App Download


বিরাটকে টপকে র‍্যাঙ্কিং শীর্ষে ভারতের ত্রাস ড্যারিল মিচেল

৫৭ মাস পর ওয়ানডে’র সিংহাসন ফিরে পেয়েছিলেন বিরাট কোহলি। তবে এক সপ্তাহ পেরতে না পেরতেই নেমে গেলেন তিনি। তাঁকে টেক্কা দিলেন ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার ত্রাস হয়ে ওঠা ড্যারিল মিচেল।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মিলিয়ে তিনটি ওয়ানডে’তে দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করে আইসিসি’র ওয়ানডে ক্রমতালিকায় দু’ধাপ এগিয়ে দু’নম্বরে উঠেছিলেন বিরাট। বিরাট ফর্মের স্ফুলিঙ্গ দেখা গিয়েছে নিউজিল্যান্ড সিরিজেও। যদিও এতে শেষরক্ষা হল না। ১৪০৩ দিন পরে দখল করার এক সপ্তাহের মধ্যে সিংহাসন থেকে নেমে যেতে হল বিরাটকে। জোড়া সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরির সৌজন্যে কোহলিকে টপকে গেলেন মিচেল। ভারতের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবার সিরিজ জেতানোয় তিনিই ছিলেন মূল কাণ্ডারি।

রাজকোটে ৮৪, বরোদায় অপরাজিত ১৩১, ইন্দোরে ১৩৭ করেছেন মিচেল। তিন ম্যাচে তাঁর মোট রান ৩৫২। এখানেই কোহলিকে টেক্কা দিলেন কিউয়ি তারকা। ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা কোহলি এখন অনেকটাই নিচে। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৫। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে করেছিলেন কোহলি করেছিলেন ২৪০ রান। এর মধ্যে রাজকোটে ৯৩ এবং ইন্দোরে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। তবে দ্বিতীয় ওয়ানডে’তে কুড়ির ঘরে আউট হয়েছিলেন। একটা ম্যাচে ব্যর্থতাই তাঁকে সিংহাসনচ্যুত করল।

২০২১ সালের এপ্রিলে আইসিসি’র ওয়ানডে ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন বিরাট। এরপর তাঁর জায়গায় চলে আসেন পাকিস্তানের বাবর আজম। সেখান থেকে উত্থান হয়েছিল বিরাটের। একটা সপ্তাহ আগে ৭৮৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন কিউয়ি তারকা। তবে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রানের নজির গড়ে শীর্ষে উঠলেন মিচেল। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান না পেয়ে এক ধাপ নেমে ৭৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেলেন রোহিত শর্মা। ক্রমতালিকায় তিনে উঠেছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৪।

৭২৩ থেকে রেটিং পয়েন্ট ৭২৫-এ পাঁচে শুভমান গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর সেঞ্চুরি হাঁকিয়ে ৭২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ বাবর আজম। ৭০৮ পয়েন্ট নিয়ে সপ্তমে আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। ৭০১ পয়েন্ট নিয়ে আটে ক্যারিবিয়ান তারকা শাই হোপ। ৬৯০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা। এক ধাপ উঠে ৬৭০ পয়েন্ট নিয়ে দশম স্থানে কেএল রাহুল। একাদশ স্থানে আরও এক ভারতীয় তারকা কেএল রাহুল (৬৫৬)।