২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক সাইফ হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের জাতীয় নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত ক্রিকেটারদের নিয়েই দল তৈরি করা হয়েছে। লিটনের হাতেই থাকছে বিশ্বকাপে দলের নেতৃত্ব। দলের সহ-অধিনায়ক করা হয়েছে সইফ হাসানকে।
প্রত্যাশা মতোই বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদে মতো দেশের প্রথমসারির ক্রিকেটারেরা। যদিও জাকের আলি, নাজমুল হোসেনের মতো ক্রিকেটারেরা জায়গা পাননি দলে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ন’জন রয়েছেন এ বারের দলেও। বিশ্বকাপে গ্রুপ ‘সি’-কে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, ইটালি এবং নেপাল।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচের দুটিও কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড— লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।