ইংলিশ প্রিমিয়ার লিগ

ভিএআর সিস্টেমের সমালোচনায় গার্দিওলা


ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা জানিয়েছেন ফুটবলে ভিএআর সিস্টেম যথেষ্ট প্রশ্নের জন্ম দিচ্ছে। তাঁর মতে এই প্রযুক্তির কারণেই টটেনহাম হটস্পার্সের বিপক্ষে চলতি সপ্তাহে পরাজিত হতে হয়েছে সিটিকে। বুধবার ইতিহাদ স্টেডিয়ামে স্পার্সের বিপক্ষে ৪-৩ এ দ্বিতীয় লেগের ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি। এর আগে লন্ডনে প্রথম দেখায় ১-০ তে স্পার্সের কাছে পরাজিত হয়েছিল সিটি। সেই গোলটি করেছিলেন স্পার্সের স্ট্রাইকার ফার্নান্ডো লরেন্তে। তবে রিপ্লেতে দেখা গিয়েছে বলটি সিটির গোল পোস্টে ঢোকার আগে লরেন্তের বাহুতে হালকা ছুঁয়ে গিয়েছিল। কিন্তু ভিএআরের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করেননি রেফারি। ভিএআর সিস্টেমের সমালোচনা করে শুক্রবার গার্দিওলা বলেছেন, 'ভিএআর নিয়ে কথা বলা আসলে অনর্থক। কখনও এটি আপনাকে সাহায্য করবে, কখনও করবে না। ইউএফা এটি সৃষ্টি করেছে রেফারিদের সাহায্য করার জন্য। আমি কি করতে পারি? এই স্টেজে কম গোল হজম করার চেষ্টা করতে হবে। আমাদের রক্ষণভাগে আরও ভালো করতে হবে, যদিও আমরা এই মৌসুমে যথেষ্ট ভালো ছিলাম। চেলসি কিংবা লিভারপুলের মাঠে আমরা অনেক ভাল ছিলাম।' তবে সবকিছু মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে চান গার্দিওলা। রেফারির ভুল সিদ্ধান্ত কখনও কখনও নিজেদের বিপক্ষে যেতে পারে বলে মেনে নিয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটি কোচের ভাষায়, 'আমরা অনেক কিছুর জন্য খেলি, একই সাথে প্রচুর চেষ্টা করি এই ধরণের পরিস্থিতিতে। যদিও শেষ পর্যন্ত সবকিছু মেনে নেই। কখনও কখনও রেফারির ভুল সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়। এক্ষেত্রে আমাদের বিপক্ষে গিয়েছে। এটি মেনে নিন, এটাই ফুটবল, এটাই জীবন।'