ভিডিও নিউজ

নিজের প্রতি বিশ্বাস রাখতে চান তামিম


বিশ্বকাপ থেকে শুরু করে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত তামিম আছেন নিজের ছায়া হয়ে। বিশেষ করে গত ছয় ম্যাচে বোল্ড হওয়ার রেকর্ড গড়ে হতাশার জন্ম দিয়েছেন নিজেই। দৃষ্টিকটু ভাবে এমন আউটে ভীষন হতাশ তামিম। তবুও নিজের উপর বিশ্বাস রেখে সুদিনের অপেক্ষা করতে চান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি প্রতিদিনই অনুভব করার চেষ্টা করি। আমার প্রতিদিনই মনে হয় আজকে হয়ে যাবে (ভালো ইনিংস)! হয়তো কোন কারনে হচ্ছে না। শেষ ৬ ইনিংসে আমি একই ভাবে আউট হয়েছি, সেটা আমার জন্য ভীষন হতাশার। আমি আমার উপর বিশ্বাস রেখেই ঘুড়ে দাঁড়াতে চাই। আমি যদি আমার উপর এই বিশ্বাসটাই না রাখি তাহলে আমার জন্য ফিরে আসা খুব কঠিন হবে।’

বুধবার প্রেমাদাসায় সিরিজের শেষ ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি জিতে অন্তত দেশে ফিরতে চান অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম এমনটাই জানিয়ে গেলেন। শেষ ম্যাচটিতে বাংলাদেশ কি মোটিভেশন নিয়ে মাঠে নামবে-এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘এই সিরিজ আমরা হেরে গেছি। শেষটায আমরা নিজেদেরকে যদি একটু প্রমাণ করতে পারি, ভাল ক্রিকেট খেলে যদি জিততে পারি তাহলে অন্তত…। নিজেদের সন্তুষ্টির জন্য হলেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। দেশের অনেক মানুষ প্রত্যাশায় আছে আমাদের জয় দেখার অপেক্ষায় আছে। সেদিক থেকেও এই ম্যাচটি জেতা জরুরি।’

সিরিজ হারের পেছনে কাউকে দায় দিতে চান না তামিম। পুরো দলের ব্যর্থতায় সিরিজ হেরেছে বলে মনে করনে বাংলাদেশের সেরা এই ওপেনার। সামনের ম্যাচটিতে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে ভালো করতে মুখিয়ে আছেন তিনি, ‘যদি দেখেন আগের দুইটা ম্যাচে তিন বিভাগেই কোনো কোনো জায়গায় আমরা ভুল করেছি। হয়তবা ব্যাটিংয়ে যেমন শুরু আমরা আশা করি সেটি পাইনি। যেরকম নিয়ন্ত্রিত বোলিং আশা করি তা হয়নি। ফিল্ডিংয়েও একই, আমরা যে মান ধরে রাখতে চাই সেটি হয়নি এই দুইটা ম্যাচে। একটা ইউনিট বা দিক নিয়ে বলতে পারব না যার কারণে হেরেছি। যা হয়েছে প্রথম দুই ম্যাচে তাতে আমার মনে হয় সবার দায় আছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগকে ঘুরে দাঁড়াতে হবে শেষ ম্যাচে ভাল কিছু পেতে চাইলে।’