বিশ্বকাপ

বৃষ্টিতে আটকে গেছে ভারত-নিউজিল্যান্ডের টস


স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ঢেকে রাখা হয় উইকেট। তবে আধাঘন্টা পর উইকেটের ত্রিপল উঠিয়ে নিলেও আবারও বৃষ্টি নামে। এরই মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের থেকে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় টেবিলে শীর্ষে থাকা নিউজিল্যান্ড ও শক্তিশালী ভারতের মধ্যকার বিশ্বকাপের ১৮তম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। 

নিজেদের সবগুলো ম্যাচ জিতে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। আজকে ম্যাচটি হেরে গেলে সমান পয়েন্ট নিয়ে দাঁড়াতে হবে ভারতের পাশে। তাই চাপটা কিউইদের উপরই বেশি। অপরদিকে নিজেদের দুটি ম্যাচ জেতার পর এই ম্যাচে হারলে ভারতকে পিছিয়ে পড়তে হবে পয়েন্ট তালিকায়। তাই ট্রেন্ট ব্রিজের লড়াইয়ে নিজেদের উজ্জীবিত করেই মাঠে নামবে কেন উইলিয়ামসন আর কোহলির দল।