বিশ্বকাপ

পুরনো ছাত্রের ইনিংসে উচ্ছ্বসিত পন্ট


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরনো ছাত্র লিটন দাসের খেলা ইনিংস দেখে মুগ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। ২০১২-১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচ থাকাকালীন লিটনকে কাছ থেকে দেখেছেন পন্ট।

সেই সময় ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হেড কোচ ছিলেন পন্ট। একই সময়ে গ্ল্যাডিয়েটর্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন লিটন। দীর্ঘদিন পর লিটনের ইনিংস দেখে টুইটারে শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন টি-টোয়েন্টি অঙ্গণের এই স্বনামধন্য কোচ।

'লিটন দাসের দুর্দান্ত একটি ইনিংস দেখলাম। বিশ্বকাপ অভিষেকেই অসাধারণ একটি হাফ সেঞ্চুরি। প্রতিভাবান ব্যাটসম্যান এবং দারুণ একজন উইকেটকিপারও বটে।

২০১২ সালে বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে সৌম্য সরকারের সঙ্গে খেলা শুরু করেছিল সে। তখন সে ছিল উদীয়মান তারকা। সে উন্নতি করেছে দেখে ভালো লাগছে।' টুইটারে লিখেছেন পন্ট।

সোমবার বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে ৬৯ বলে ৯৪* রানের ম্যাচ জেতানো একটি ইনিংস খেলেছেন লিটন।