ক্রিকেট

প্রতিপক্ষ নয়, নেপালের কন্ডিশন নিয়েই যত চিন্তা বাংলাদেশের


৮ বছর পর এসএ গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। মঙ্গলবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার সকালে পুরুষ ক্রিকেট দলের প্রতিপক্ষ অনভিজ্ঞ মালদ্বীপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষ নিয়ে চিন্তা না থাকলেও বাংলাদেশের যত চিন্তা কাঠমুন্ডুর ঠান্ডা ও উচ্চতা নিয়েই।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় কাঠমুন্ডুর টিএ গ্রাউন্ডে এসএ গেমসের দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নেপালে দুইদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে। অনুশীলনের চেয়ে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই বাংলাদেশের জন্য জরুরি ছিলো। সেটাই করার চেষ্টা করেছে নাজমুল হোসেন শান্তর দল। মঙ্গলবার অনুশীলন শেষে দলটির কোচ চম্পকা রামানায়েক নিজেরে অবস্থান জানিয়েছেন, ‘গতকাল (সোমবার) থেকে আমরা এখানে অনুশীলন করার সুযোগ পেয়েছি। কিন্তু ঢাকায় আমরা অনুশীলনের মধ্যেই ছিলাম। এখানকার বেশিরভাগই ইমার্জিং এশিয়া কাপ খেলেছে। সুতরাং ছেলেরা সবাই প্রস্তুত অবস্থায় আছে। অনুশীলনের কোন ঘাটতি নেই।’

অনুশীলনের ঘাটতি না থাকলেও চম্পকা রামানায়েক ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার গুরুত্বটা বোঝালেন, ‘অনুশীলন সুবিধা ভালোই। কোন সমস্যা নেই। কিন্তু এই কন্ডিশনে ছেলেদের অভিজ্ঞতা খুব একটা নেই। এখানে মানিয়ে নেওয়াটা বেশি জরুরি। তবে ছেলেরা মানসিক ভাবে প্রস্তুত আছে।’

বোলিং কোচের মতো একই সুরে কথা বললেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে নিজেদের আমরা ভাগ্যবান মনে করছি। এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখানে আমরা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, ততোই আমাদের ভালো ফল করা সম্ভব হবে।’