ক্রিকেট

সৌম্য বলে গেলেন, 'সবাই মানসিকভাবে ফিট আছে'


নিউজিল্যান্ড সফরের আগমুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে বেশ বড় একটা ঝড় বয়ে গেছে। দেশের খেলা ফেলে আইপিএলের জন্য সাকিব আল হাসানের ছুটি চাওয়া উপলক্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্রিকেটাঙ্গন। বিসিবি বস নাজমুল হাসান পাপন সাফ বলেছেন, জোর করে কাউকে টেস্ট খেলানো হবে না। আর টেস্ট না খেললে কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হবে না। এমন পরিবেশে আজ মঙ্গলবার বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্য উড়াল দিয়েছে বাংলাদেশ দল।

বিমানবন্দরে সৌম্য সরকার গণমাধ্যমকে বলেন, 'সবাই যেভাবে মানসিকভাবে ফিট হয়েছে বা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছুই হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আমরা ভালো করেছি। নিউ জিল্যান্ডেও ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো ফল নিয়ে ফিরতে পারব। (কখনোই জিততে না পারা) সেখানে যে ধারা আছে, সেটা যেন আমরা ভাঙতে পারি, জিতে যেন ফিরতে পারি, সেই আশা থাকবে।'

নিউজিল্যান্ড সফরে কখনই সাফল্য পায়নি বাংলাদেশ। এবার দলে সাকিবও নেই। এর আগে নিউজিল্যান্ডে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তারপরেও অধিনায়ক তামিম ইকবাল এবার ভিন্ন কিছুর আশা করছেন। বিমানে ওঠার আগে তিনি বলেন, 'নিউ জিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউ জিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।'