ক্রিকেট

পাপুয়া নিউগিনির বিপক্ষে দারুণ জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ


বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই এলমেলো পাপুয়া নিউ গিনি। পাওয়ার প্লে'তে ৪ উইকেট হারানো দলটির ১০ ওভার শেষ হতেই নেই ৬ উইকেট।

বাকি ব্যাটসম্যানদেরও আসা-যাওয়ার মিছিলে লড়াই করতে পারলেন না কেউই। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশকে এনে দিল বিশ্বকাপে সুপার টুয়েলভের টিকিট। রাজকীয় জয়ে হাফ ছেড়ে বাচার সঙ্গে সুপার টুয়েলভও নিশ্চিত করল মাহমুদউল্লাহ রিয়াদের দল।  

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৮১/৭ (২০ ওভার) (মাহমুদউল্লাহ ৫০, সাকিব ৪৬, আফিফ ২১, সাইফউদ্দিন ১৯*) (কাবুয়া ২/২৬, ভালা ২/২৬) পাপুয়া নিউ গিনি- ৯৭/১০ (১৯.৩ ওভার) (ডরিগা ৪৬*; সাকিব ৪/৯, তাসকিন ২/১২, সাইফউদ্দিন ২/২১)