ক্রিকেট

টি২০ ক্রিকেটে ৪০০টি ছয়! রেকর্ড গড়লেন রোহিত


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচেই টি২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার। প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারলেন রোহিত শর্মা।

রাজস্থানের শ্রেয়স গোপালের বলে ছয় মারেন রোহিত। সেই সঙ্গে টি২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারা হয়ে যায় তাঁর। বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব গড়লেন রোহিত। ভারতের হয়ে ১৩৩টি ছয় মেরেছেন তিনি। আইপিএল-এ তিনি মেরেছেন ২২৭টি ছয়। টি২০ চ্যাম্পিয়ন্স লিগে ১৬টি ছয় মেরেছেন রোহিত। অন্যান্য টি২০ প্রতিযোগিতায় ২৪টি ছয় মেরেছেন ভারতীয় ওপেনার।

প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারার কৃতিত্ব গড়লেন রোহিত। তার আগে এই কৃতিত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল (১০৪২), কায়রন পোলার্ড (৭৫৮), আন্দ্রে রাসেল (৫১০), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (৪৮৫), অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৪৬৭), দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের (৪৩৪)।রাজস্থানের বিরুদ্ধে ১৩ বলে ২২ রান করেন রোহিত। ৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই সেই রানে পৌঁছে যায় মুম্বই। রান রেটও অনেকটা বাড়িয়ে নেয় তারা।