ত্রিদেশীয় সিরিজ

সাঙ্গাকারা-গিলক্রিস্টদের ক্লাবে মুশফিক


ওয়ানডে ক্যারিয়ারে আগেই ৫০০০ রানের ক্লাবে প্রবেশ করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু বুধবার তিনি ছুঁয়ে ফেলেছেন আরও একটি মাইলফলক। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর এরই সাথে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৫ হাজারি রানের ক্লাবে পা রেখেছেন মুশফিক। মাইলফলকে পৌঁছানোর পাশাপাশি নাম লিখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্টদের ক্লাবে। এই রেকর্ডের মধ্য দিয়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন মুশফিক। ক্যারিয়ারে ২০৪টি ওয়ানডে খেলা মুশফিক উইকেট রক্ষক হিসেবে খেলেছেন ১৯১টি ম্যাচ। আর এই ম্যাচগুলোর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৫০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলে হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি এবং ৩১টি হাফসেঞ্চুরি। আর ২০৪ ওয়ানডে ম্যাচে তাঁর সেঞ্চুরির সংখ্যা মোট ৬টি, হাফসেঞ্চুরি রয়েছে ৩৩টি। উইকেটরক্ষকদের এই ক্লাবে আধিপত্য বিস্তার করে রেখেছেন শ্রীলংকার কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। মোট ৩৬০ ম্যাচে ১৩৩৪১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয়তে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৪১ ম্যাচ খেলে ১০৫০০ রান করেছেন তিনি। তিন নম্বরে থাকা অ্যাডাম গিলক্রিস্ট ২৮২ ম্যাচে ৯৪১০ এবং জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ১৮৬ ম্যাচে ৫৮৪৫ রান নিয়ে মুশফিকের আগে অবস্থান করছেন।