প্রস্তুতি ম্যাচ

হাসপাতালে খাওয়াজা


বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে সাউদাম্পটনের নার্সারি গ্রাউন্ডে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করার সময় ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের করা বাউন্সারে অজি ওপেনার উসমান খাওয়াজার চোয়ালে আঘাত হানে। তবে হেলমেট থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন তিনি। আঘাতটি লাগার পর তৎক্ষণাৎ খাওয়াজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চোয়ালের স্ক্যান করানো হয়। রাসেলের করা বলটি দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর অস্বস্তি নিয়ে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক রিচার্ড স'য়ের সাথে মাঠ ছাড়েন খাওয়াজা। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি তিনি। আহত হয়ে মাঠ ছাড়ার আগে ৫ রান করতে পেরেছিলেন এই অজি ব্যাটসম্যান। ম্যাচটির শুরুতে ব্যাটিং করে ক্যারিবিয়ানরা ২২৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। উল্লেখ্য খাওয়াজার এই ইনজুরি বেশ বড় ধাক্কাই হবে অস্ট্রেলিয়া দলের জন্য। কারণ বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ৩২ বছর বয়সী এই ওপেনার। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচে ৫৬ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছিলেন তিনি। তার আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২৭২ রান করেছিলেন খাওয়াজা। যেখানে হাঁকিয়েছিলেন ৩টি হাফসেঞ্চুরি। তবে আঘাত গুরুতর না হলে বিশ্বকাপ একাদশে খাওয়াজার অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ব্যাটিংয়ে নামতে হবে তিন নম্বরে।