ডিপিএল

এক দিনে দুই ফাইনাল


ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) একই দিনে দুইটি ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। বিকেএসপিতে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটি ঢাকা লীগের অঘোষিত ফাইনাল বলা চলে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে জয় পেলেই প্রথমবারের মত শিরোপা নিশ্চিত করবে রূপগঞ্জ। অন্যদিকে রান রেটে এগিয়ে থাকা আবাহনীকে শিরোপা ধরে রাখতে হলে জয় পেতেই হবে। একই সাথে শেষ রাউন্ডে রূপগঞ্জের হারের প্রত্যাশা করতে হবে আবাহনীকে। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রূপগঞ্জ, নেট রান রেট ০.৬০৪। সমান সংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট ও ০.৮২৫ রান রেটে দ্বিতীয়তে অবস্থান আবাহনীর। ঢাকা লীগের গ্রুপ পর্বে দুই দলের দেখা হয়েছিল। সেবার আবাহনীকে ১২২ রানে অল আউট করে রূপগঞ্জ। ছয় উইকেট হাতে রেখেই আবাহনীর মামুলি লক্ষ্য ছাড়িয়ে যায় রূপগঞ্জ। ঢাকার অন্যপ্রান্তে ভিন্ন লড়াইয়ে নামবে ব্রাদার্স ইউনিয়ন ও বিকেএসপি। রেলিগেশন থেকে রক্ষা পেতে হলে বিকেএসপির বিপক্ষে জিততেই হবে ব্রাদার্সকে, যার কারণে ম্যাচটি ফাইনালের মর্যাদা পাচ্ছে ব্রাদার্সের কাছে। উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে রেলিগেশন লীগের প্রথম ম্যাচে হারের পর বিপদে পড়ে ব্রাদার্স। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় বিকেএসপিকে হারালেই রেলিগেশন এড়াতে পারবে ব্রাদার্স। তবে বিকেএসপির বিপক্ষে সহজে পার পাবে না ব্রাদার্স, এর আগে গ্রুপ পর্বের ম্যাচে বিকেএসপির বিপক্ষে ২ রানে হারতে হয়েছে ব্রাদার্সকে। মিরপুরের মাঠে বিকেএসপির দেয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ ওভার শেষে ২৬৫ রানে থামে ব্রাদার্সের ইনিংস।