সরে দাঁড়ালেন অ্যালেক্স হেইলস

সরে দাঁড়ালেন অ্যালেক্স হেইলস


বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেইলস ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন। হেইলসের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার জানিয়েছে ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ তারকা ওপেনার।   এক মাস আগেই হেইলস জানিয়েছিলেন বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন তিনি। ঘরের মাঠে বৈশ্বিক এই টুর্নামেন্টটি জেতার জন্য এর থেকে ভালো সুযোগ আর আসবে না বলেও জানিয়েছিলেন এই ইংলিশ।  কিন্তু তিনিই ব্যক্তিগত কারণে এই বিরতি নেন। গত শুক্রবার নটিংহ্যামশায়ারের হয়ে ৫০ ওভারের ম্যাচেও খেলেননি হেইলস। ইংলিশ ওপেনারের ব্যাপারে এক বিবৃতিতে নটিংহ্যামশায়ার কর্তৃপক্ষ জানিয়েছে,  'ব্যক্তিগত কারণে নির্বাচন প্যানেল থেকে সরে দাঁড়িয়েছে অ্যালেক্স হেইলস এবং সে কবে ফিরবে সেটা এখনই নিশ্চিত নয়।'    কার্ডিফে অনুষ্ঠিতব্য তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের ঠিক এক সপ্তাহ আগে হেইলসের এই সিদ্ধান্তে কিছুটা বিপাকেই পড়তে হচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ডকে।  বেশ কিছুদিন থেকেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন অ্যালেক্স হেইলস। এই বছরের শুরুতে ব্রিস্টলের বিতর্কিত ঘটনায় ছয়টি ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।  একই সাথে তাঁকে ১৭ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করেছিল ইসিবি। এরপর গত মাসে নিজের বান্ধবীর সাথে প্রতারণা করার অভিযোগে সংবাদের শিরোনামে আসেন হেইলস।  তবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও আশা হারাচ্ছে না হেইলসকে নিয়ে। তাদের বিশ্বাস কিছুদিনের মধ্যেই সমস্যা কাটিয়ে দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।  উল্লেখ্য ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ৭০টি ওয়ানডে খেলেছেন হেইলস। যেখানে ৩৭.৭৯ গড়ে ২৪১৯ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি এবং ১৪টি হাফসেঞ্চুরি।