ক্রিকেট

টানা তিন জয়ে সালমা-রুমানাদের সিরিজ নিশ্চিত


আগের দুই ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে তৃতীয় ওয়ানডের একাদশ গঠন করেছিল বাংলাদেশ। তাতেও অবশ্য জয় হাতছাড়া হয়নি। স্বাগতিকরা ৬ উইকেটের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলকে হারিয়েছে। টানা তিন জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল নিগার সুলতানার দল। 

অভিজ্ঞ রিতু মনি ও নাহিদা আক্তারের পাশাপাশি তরুণ রাবেয়ার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে প্রোটিয়া মেয়েরা। মাত্র ৯২ রানে অলআউট করে ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দেন বোলারররা। ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপির ৪৬ রানের ইনিংসে ভর করে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

এছাড়া আগের ম্যাচে সেঞ্চুরিয়ান অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ১৩ রান। রুমানা আহমেদ ২ ও লতা মন্ডল ৬ রানে অপরাজিত থাকেন।  এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানেই ওপেনিং জুটি ভাঙ্গে প্রোটিয়াদের। মাত্র ৩৩.৩ ওভারে ৯২ রান তুলতেই অলআউট হয় সফরকারীরা। আনেকে বোস সর্বোচ্চ ৩০ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া খান তিনটি করে উইকেট নিয়েছেন।