বিশ্বকাপ

মাশরাফির নজর শুভ সূচনার দিকে


জুনের দুই তারিখে ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। আসরের শুভ সূচনা প্রত্যাশা করছেন অধিনায়ক। কার্ডিফে বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটা জানান বাংলাদেশ দলের অধিনায়ক। 'ক্রিকেট এমন একটি খেলা যেখানে আপনার দিনে আপনি যে কাউকে হারাতে পারবেন। আমরা বেশ আত্মবিশ্বাসী যে আমরা যে কাউকেই হারাতে পারব। কিন্তু সবকিছুই নির্ভর করছে ভালো শুরুর উপরে। 'জুনের দুই তারিখে ফাফের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে। আশাকরি আমরা ভালোভাবে শুরু করতে পারব।'; জানিয়েছেন মাশরাফি। কিছুদিন আগেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় করেছে টাইগাররা। উইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে সবকয়টি ম্যাচে। অভিজ্ঞ এবং তারুণ্যে ভরা দল নিয়ে তাই দারুণ আশাবাদী মাশরাফি। 'ভালো সংখ্যক সিনিয়র এবং কয়েকজন জুনিয়র ক্রিকেটার মিলে আমাদের দলটি দারুণ। তাঁরা বেশ ভালো ক্রিকেট খেলছে। আয়ারল্যান্ডে শেষ সিরিজে তাঁরা খুব ভালো খেলেছে।'