বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

তামিমের ব্যাটিংকেই প্রাপ্তি মনে করেন মাহমুদউল্লাহ


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করে সমালোচনায় পড়েছেন তামিম ইকবাল। সিরিজ শেষে তামিমের এই ব্যাটিংকেই প্রাপ্তি বলছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি মনে করেন তামিম তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স করেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটের আচরণ বুঝে খেলেছেন তামিম। এমনটাই বিশ্বাস মাহমুদউল্লাহর। 

তিনি বলেছেন, ‘প্রাপ্তির জায়গাটা আমার কাছে মনে হয় একটু কম। আমি যদি শুধু প্রাপ্তির কথা বলতে যাই তাহলে আমি তামিমের ব্যাটিংয়ের কথা ই বলবো। কারণ, উইকেটের যেমন আচরণ ছিল সেই আচরণ বুঝেই ও ব্যাটিং করেছে এবং সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করেছে।'

ব্যাটিং সামর্থ্যের চিন্তা করে আরও ভালো করার সুযোগ ছিল বলে মনে করেন মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয় সব মিলিয়ে ব্যাটিং ইউনিট হিসাবে আমরা সেভাবে ভালো করতে পারিনি। উইকেট ওরকম ব্যাটিং সহায়ক ছিল না। তারপরও আমার মনে হয় যে আমাদের সেই সামর্থ্য আছে যে আমরা আরেকটু ভালো করতে পারতাম।’

বোলারদের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় বোলিং ইউনিটের কথা বলতে গেলে বোলাররা মোটামুটি ভালো কাজ করেছে। প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো বোলিং করেছিল। দ্বিতীয় ম্যাচে আমরা হয়তো টোটাল টা ওরকম বড় কিছু করতে পারিনি, ওটা একটা কারণ হতে পারে। আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের ব্যাটিংটা আরো ভালো হতে হবে টি-টোয়েন্টিতে।’