ক্রিকেট

বঙ্গবন্ধু বিপিএলে ৩৯৩ ক্রিকেটারের তালিকা চূড়ান্ত


বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর নামেই আয়োজন হচ্ছে এবারের বিপিএলটি। মাঝে কিছুদিন বিপিএল নিয়ে অনিশ্চয়তা দেখা গেলেও চলতি সপ্তাহে বিপিএল নিয়ে তোড় জোড় দেখা গেছে বিসিবি পরিচালকদের মধ্যে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিপিএলের বিষয়ে বেশ কিছু অগ্রগতি লক্ষ্য করা গেছে।

আগের আসরগুলোতে ড্রাফটের বাইরের ক্রিকেটারদের বেশি মূল্যে ফ্র্যাঞ্চাইজিরা নিয়ে আসতো। এবার বিসিবির তত্ত্বাবধানে বিপিএল অনুষ্ঠিত হওয়াতে ভালো মানের বিদেশি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ড্রাফটে আগের মতোই বেশ কিছু বিদেশি আছেন। যাদরে আগেও ড্রাফট থেকেই দলে নেওয়া হতো। ইতিমধ্যে ৩৯৩ ক্রিকেটারদের তালিকা করেছে বিসিবি।

ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত হওয়া নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘৩৯৩ জন ক্রিকেটার বিপিএলে তালিকাভুক্ত হয়েছে। সাধারণত এর আগে যে সমস্ত ক্রিকেটারকে বিপিএলে দেখে গেছে, সবাই আছে এই তালিকাতে। আমাদের জন্য অন্তত ভালো একটি খবর।’

বিপিএলে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী ৩৮ জন বিদেশি কোচ। গত কিছুদিন আগে বোর্ড পরিচালক মাহবুব আনাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন কোচ হিসেবে স্থানীয়রা আবেদন করতে পারবেন না। যদিও বোর্ড প্রধান জানালেন ভিন্ন কথা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে সাপোর্ট স্টাফ চূড়ান্ত করা। এর পাশাপাশি প্রত্যেকেটি দলের সঙ্গে আমরা একজন করে বোর্ড পরিচালক নিয়োগ দিবো। ইতিমধ্যে ৩৮জন বিদেশি কোচ হিসেবে বিপিএলে থাকতে আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয়দের কোচিং না করানোর কারনতো আমি দেখি না। আমার ধারনা স্থানীয় কোচরা থাকবে। ৩৮ জন বিদেশি কোচতো আর রাখা যাবে না। দলতো মাত্র সাতটি। ৭ জন কোচ কারা হবে- এটা স্পন্সর ও নির্ধারিত পরিচালকরা ঠিক করবে।’

আগামী দুইদিনের মধ্যে কোচিং স্টাফররা কে কোথায় যাবে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানালেন বোর্ড প্রধান, ‘মোটামুটি সব কাজই গুছানো হয়ে গেছে, বাইলজতো আগেই করা ছিলো। এখানে কিছু আসলে করার নেই। বঙ্গবন্ধুর নামে বিপিএল হলেও এটাতো নতুন কোন কিছু নয়। আগের মতোই সব থাকবে। তবে প্রধান কোচ ছাড়াও কিছু সাপোর্ট স্টাফ-যেমন ফিজিও, ট্রেনার, কম্পিউটার এনালিস্ট লাগবে। আশা করি আগামী দুইদিনের মধ্যে এই সমস্ত কিছু চূড়ান্ত হয়ে যাবে।’