ক্রিকেট

৫ উইকেটে হেরে আসল টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ


বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুতেই হারিয়ে বসে কুশল পেরেরা। ধাক্কা সামাল দিয়ে পাওয়ার প্লে'তে পাথুম নিসাঙ্কা এবং চারিথ আসালঙ্কার পাল্টা আক্রমণ।

তাতেই প্রথম ৬ ওভারে এল ৫৪ রান। এরপর সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের ম্যাচে ফেরা। ৪ ব্যাটসম্যানের বিদায়ে যখন শ্রীলঙ্কা ব্যাকফুটে সেসময় লঙ্কানদের হাল ধরলেন আসালঙ্কা এবং ভানুকা রাজাপাকশা।

দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে যুক্ত হল লিটন দাসের জোড়া ক্যাচ মিস। তাতেই শেষ বাংলাদেশের জয়ের আশা। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের পরাজয় দিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

বাংলাদেশ- ১৭১/৪ (ওভার ২০) (নাইম ৬২, মুশফিক ৫৭*) শ্রীলঙ্কা- ১৭২/৫ (ওভার ১৮.৫) (আসালাঙ্কা ৮০*, রাজাপাকশা ৫৩) (সাকিব ২/১৭)