গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠেছে সৌম্যর ব্যাট

বিধ্বংসী সেঞ্চুরিতে ফর্মে ফিরলেন সৌম্য


ডিপিএলে গত বেশ কয়েকটি ম্যাচ ধরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার। আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটারের শেষ ১০ ইনিংস মিলিয়ে মাত্র ১৬৪ রান সংগ্রহ করেছেন তিনি।  তবে লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে আজ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠেছে সৌম্যর ব্যাট। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ডিপিএলের অঘোষিত ফাইনাল ম্যাচে মাত্র ৭৯ বলে ১০৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন সৌম্য। প্রথম সেঞ্চুরি হাঁকানোর পথে ২টি ছয় এবং ১৫টি চার মেরেছেন তিনি।  হয়তো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্যই অপেক্ষায় ছিলেন গত কয়েক ম্যাচে নিস্প্রভ থাকা সৌম্য। তাঁর জ্বলে ওঠার ব্যাপারে যদিও শুরু থেকে আশাবাদী ছিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পরও সৌম্যর উপর আস্থা রেখেছেন তিনি, 'প্রিমিয়ার লীগ প্রেশারের খেলা। সৌম্য যেহেতু রানে নেই, সেহেতু চাপে আছে অবশ্যই। দল নির্বাচন হয়েছে, বিশ্বকাপ দলে আছে। চাপ তো ওর ওপর আছেই। আমি মনে করি ও যেই রকম খেলোয়াড়, ছোট বেলা থেকেই দেখছি আমি, দারুণ হ্যান্ড আই কোর্ডিনেশনের ক্রিকেটার। আজকের (প্রাইম ব্যাংকের বিপক্ষে) খেলার পরও দেখলাম মন খারাপ করে বসে আছে। এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই।' আসন্ন বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলবে সৌম্য বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন সুজন। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে তাঁর মতো ব্যাটসম্যান রান পাবেন উল্লেখ করে আবাহনী কোচের ভাষ্য ছিল,  'বিশ্বকাপে সে (সৌম্য) অনেক রান করবে। সৌম্য যেই রকম প্লেয়ার আমার মনে হয় ওই উইকেটে অনেক রান করবে। আবাহনীর হয়ে ভালো বোলিং করছে, জাতীয় দলের কাজে দিবে। আলাদা একটা প্রেশার তো থাকেই। আমার মনে হয় একটা ভালো ইনিংস হলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে।'