ক্রিকেট

মোস্তাফিজকে নিয়ে চিন্তিত নন বাশার


গত কিছুদিন ধরেই চেনা ছন্দে নেই মোস্তাফিজুর রহমান। বিশেষ করে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার পারফরম্যান্সতো হতাশাজনক। এমন সময় খুব কমই এসেছে তার ক্যারিয়ারের। তবুও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে পাশে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

রবিবার নাগপুরের স্লো উইকেটে তার বোলিং ছিলো খুবই বাজে। এলোমেলো লাইন-ল্যান্থের সুযোগ নিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা তার উপর রীতিমতো চড়াও হয়েছে। তিন ম্যাচে ৯.৪ ওভার ৯২ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন এই পেসার।

যদিও নির্বাচক হাবিবুল বাশারকে পাশে পাচ্ছেন ২৪ বছর বয়সী এই পেসার, ‘মুস্তাফিজ পারফর্মার। এই বছরটা ভালো যায়নি। আগেরগুলো যদি দেখেন সে পারফরম্যান্স করেছে। এই বছরে ওর ইকনোমিটা একটু বেশি ছিলো। এখন পর্যন্ত স্লগ ওভারে সে আমাদের সেরা বোলার।‘

মোস্তাফিজের পারফরম্যান্স খারাপ হলেও এখনোই ২৪ বছর বয়সী এই পেসারকে বাদ দেওয়ার চিন্তা নেই নির্বাচকদের। হাবিবুল বাশার বলেছেন, ‘আমি মনে করি এখনই সিদ্ধান্তের মধ্যে আসার সময় হয়নি। এটা অবশ্যই চিন্তার বিষয়। সে ফর্মে থাকলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। সে কাটার কমিয়ে দেওয়াতেই হয়তো সফল হচ্ছে না।’