ভারত-বাংলাদেশ সিরিজ

গাঙ্গুলির রোমাঞ্চই ক্রিকেট ভক্তদের কাছে হাহাকার


১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই তাঁর বসবাস। কিন্তু এই লম্বা সময়ে এমন অভিজ্ঞতা খুব বেশি হয়নি ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির। তাই তো টেস্ট শুরুর আগেই চারদিনের টিকেট বিক্রি হয়ে যাওয়ার ঘটনা শেষ কবে দেখেছিলেন, সেটা মনে করতে পারলেন না প্রিন্স অব কলকাতা। উল্টো জানতে চাইলেন, ‘শেষ কবে আমরা এমন দেখেছি?’

সিরিজের দ্বিতীয় টেস্টে ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে দুই দল। গোলাপি বলের এই টেস্ট নিয়ে দুই দলের ক্রিকেটাররা বেশ রোমাঞ্চিত। আর দর্শকদের কাছে এই টেস্ট হয়ে উঠেছে রীতিমতো উৎসবের উপলক্ষ। কোথাও কোথাও সেটা উন্মাদনায় রূপ নিয়েছে। টেস্ট শুরুর দুদিন আগেই বিক্রি হয়ে গেছে ম্যাচের চারদিনের টিকেট।

যা দেখে বিস্মিত সৌরভ গাঙ্গুলি। অনেক আয়োজনের এই টেস্টের সব কাজ ঠিকঠাকভাবে এগোচ্ছে কিনা, সেটা দেখতে বুধবার ইডেন গার্ডেন্সে এসেছিলেন গাঙ্গুলি। খুঁটে খুঁটে উইকেট দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি রোমাঞ্চিত। চার দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে। শেষ কবে আমরা এমন দেখেছি, কোনো টেস্টে চার দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে?’

বাংলাদেশ ও ভারত; দুই দলের প্রথম দিবারাত্রি টেস্টকে স্মরণীয় করতে গাঙ্গুলির দৌড়াদৌড়ি সবচেয়ে বেশি। নিজের ঘরের মাঠের এই টেস্টকে আয়োজনের দিক থেকে রাঙিয়ে রাখতে বিশ্রামের ফুরসতও মিলছে না বিসিসিআইয়ের নতুন সভাপতির। কোনো ম্যাচকে ঘিরে কতো বড় আয়োজন হতে পারে, কলকাতা টেস্ট হতে যাচ্ছে সেটার উদাহরণ। গাঙ্গুলির জানানো অনুষ্ঠান পরিকল্পনা সেটাই বলছে।

কলকাতা টেস্টের আয়োজন নিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বলেছেন, ‘প্রচুর আয়োজন। প্রথম দিন শুধু ক্রিকেট আর ফাংশন হবে। আর্মি বিমান থেকে নিচে নেমে আসবে। তারা বল তুলে দেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও অধিনায়কদের হাতে। বেল বাজানো হবে। লাঞ্চের সময়ে শচিন, গাভাস্কার, কপিল, রাহুল, অনিল সবার উপস্থিতিতে একটা টক শো হবে।’

‘চা-বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে। দিন শেষে সবার জন্য ফেলিসিটেশন থাকবে। দুই দল, সাবেক অধিনায়করা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রুনা লায়লার পারফরম্যান্স, জিৎ গাঙ্গুলীর পারফরম্যান্স, সৌমেন্দ্র, সৌরজিত পারফরম্যান্স, প্রচুর ফাংশন থাকবে।’

সৌরভ গাঙ্গুলি যখন আয়োজন ও অগ্রিম টিকেট বিক্রির কথা শুনে রোমাঞ্চিত, ক্রিকেটমোদীরা তখন ইডেন গার্ডেন্সের বাইরে হাহাকার করে যাচ্ছিলেন। তাদের হাহাকারের কারণও এই টিকেট। অনেকেরই দাবি, টিকেট পাওয়া যাচ্ছে না। যা তাদেরকে রীতিমতো ক্ষেপিয়ে তুলেছে। দল বেধে ইডেনে হাজির হচ্ছেন অনেক ক্রিকেট ভক্ত। তাদের দাবি একটাই, ‘টিকেট চাই, টিকেট দাও।’

ইডেনের বাইরের একটা জটলা ভেঙে দেয়ার চেষ্টা করছিল কলকাতা পুলিশ। পুলিশের ভাষ্য, ‘এখানে এসে লাভ নেই। টিকেট দেয়ার ক্ষমতা আমাদের নেই।’ পুলিশের এমন কথা শুনে সঞ্জয় নামের এক টিকেট প্রত্যাশী বলে ওঠেন, ‘কালোবাজারিদের হাতে তো টিকেট ঠিকই আছে। তারা কোত্থেকে পেলো? আর টিকেট না দিতে পারলে অভিষেক ডালমিয়া বা সৌরভ গাঙ্গুলি সেটা আমাদের বলুক।’

ঐতিহাসিক এক টেস্ট, যেখানে থাকছে অনেক আয়োজন; এমন ম্যাচে গ্যালারিতে থাকতে পারবো না? এটা ভেবে অনেকে হা-হুতাশ করা শুরু করে দিয়েছেন। অনেকে আবার একটি টিকেটের আশায় পুরো দিন ইডেনেই কাটিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে ‘সিটি অব জয়’- এর শহর কলকাতায় এখন হাহাকার চলছে।