আইপিএল ২০২০

দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল চান হরভজন


|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের কারণে অন্যান্য সকল টুর্নামেন্টের মতো বন্ধ রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। ঠিক কবে নাগাদ মাঠে গড়াবে আইপিএল সেটি নিয়ে সন্দিহান স্বয়ং টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

অবশ্য ভারতের তারকা অফস্পিনার হরভজন সিং বেশ আশাবাদী আইপিএল মাঠে গড়ানোর ব্যাপারে। এমনকি রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হলেও আপত্তি নেই তাঁর। যদিও মানুষের নিরাপত্তা এবং সুস্থতার দিকেও গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন তিনি। 

হরভজন বলেন, ‘‍দর্শকেরা সব সময়েই গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে পছন্দ করি না আমি। কারণ এতে সেই উৎসাহ বা উদ্দীপনা পাওয়া যায় না। কিন্তু একান্তই যদি ফাঁকা মাঠে খেলতে হয়, আর কী-ই বা করা যাবে? যদি দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল হয়, তা হলে নিশ্চিত করতে হবে প্রতিটি দর্শক যেন টিভিতে সেই ম্যাচ দেখতে পারেন।'

আইপিএলের এবারের আসরে অন্তত ১৭টি ম্যাচ খেলার ইচ্ছা ছিল হরভজনের। কিন্তু করোনাভাইরাসের কারণে সে আশা গুঁড়ে বালি হয়েছে তাঁর। এই প্রসঙ্গে হতাশ হরভজন বলেছেন, ‘আইপিএলে ম্যাচগুলো খেলতে না পারার অভাব অনুভব করছি। আশা করেছিলাম, এ বার ফাইনাল-সহ ১৭টি ম্যাচ খেলব। আশা করছি, আইপিএল দ্রুতই অনুষ্ঠিত হবে।'

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করারও আহ্বান জানান ৩৯ বছর বয়সী এই স্পিনার। তাঁর ভাষ্যমতে, 'এ ক্ষেত্রে আমাদের সব ব্যাপারেই সতর্ক পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে প্রাধান্য দিতে হবে খেলোয়াড়দের। যেখানে খেলা হবে সেই স্টেডিয়াম থেকে হোটেল, উড়ান সব কিছুই যেন জীবাণুমুক্ত থাকে।'