ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে আরও ভালো করার সুযোগ ছিলো: বাশার


দিল্লিতে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সিরিজ জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। রাজকোটের পর নাগপুরে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। নির্বাচক হাবিবুল বাশার মনে করেন বাংলাদেশের সামনে সুযোগ ছিলো আরও ভালো ভাবে সিরিজটি শেষ করার।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাবিবুল বাশার বলেছেন, ‘এই সিরিজতা আমরা খুব ভালো খেলেছি। আমরা যখন ভারতে যাই, তখনো ভাবিনি এতো বড় সুযোগ তৈরি হবে। নিজেদের কিছু ভুলে আমরা সিরিজটি হেরেছি। তারপরও আমি খুশি। কেননা ভারতের মাটিতে ওদের বিপক্ষে জেতাটা বেশ কঠিন।’

নাগপুরের ম্যাচে চারবার টানা উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১২, ১১০, ১২৬ ও ১৪৪ রানের মাথায় দুটি করে উইকেট হারিয়েছে মাহমুদউল্লাহরা। এভাবে পর পর উইকেট হারানোতেই মূলত ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাশার বলেছেন, ‘চেজ করা কিংবা আগে ব্যাটিং করার সময় একসঙ্গে দুটি উইকেট পড়ে গেলে সবসময় পিছিয়ে থাকতে হবে। একবার হতে পারে। আমাদের এমনটা কিন্তু চারবার হয়েছে। একটার সঙ্গে আরেকটা উইকেট পড়া কখনই ভালো না। এই কারনেই আমরা কালকের ম্যাচ থেকে পিছিয়ে পড়েছি।’

দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতার কারনে নাগপুরের ম্যাচটি হেরেছে বাংলাদেশ। নির্বাচক হাবিবুল বাশার বিষয়টি স্বীকার না করলেও তিনি বলেছেন শুধুমাত্র তরুণদের জন্য কাজটা কঠিন ছিলো, ‘তরুণদের জন্য একটু কঠিন ছিলো কাজটা। এই ম্যাচটি জিতলে আমাদের সিরিজ নিশ্চিত হতো। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জেতা অনেক বড় ব্যাপার। খুব কম টিমই পারে। চাপটা থাকে, ক্রিকেট খেলায় চাপ ছাড়া কিছু হয় না। ভুল হলেও ভুলের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। আমরা কিন্তু এতো টি-টোয়েন্টি ম্যাচ খেলি না। যত খেলবো আস্তে আস্তে ভুল কমবে।’

ভারত সফরের আগে নানা ইস্যুতে টালমাতাল ছিলো ক্রিকেটাঙ্গন। এমন অবস্থায় ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয় বাংলাদেশকে উজ্জ্বিবিত করবে বলে মনে করেন বাশার। তার মতে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো একটি দল গঠন করা সম্ভব হবে, ‘এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জের ছিল। ভারতে নতুন দল নিয়ে গিয়েছিলাম। এই দলে আল আমিন এবং আরাফাত সানি ফিরেছে। আমরা আরও পরীক্ষা নীরীক্ষার মধ্যে যাবো। আমাদের নতুন খেলোয়াড়রা যে ভালো করতে পারে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো খবর। আশা করছি বিশ্বকাপের আগেই ভালো একটা দল তৈরি করতে পারবো।’