ক্রিকেট

রুদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে জয় পাকিস্তানের


এর চেয়ে নাটকীয় শেষ ওভার হতে পারে না! উত্থান-পতনে ভরা নাটকের স্বাদ দিয়ে গেল শেষ ছয়টি বল। হ্যাটট্রিকের সামনে গিয়েছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু হ্যাটট্রিক না হয়ে হলো ছক্কা। এরপরের বলে আবার উইকেট। এরপর ব্যাটসম্যান আর বোলারের 'তৈরি না হওয়ার' মানসিক খেলা।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজমের উইকেট হারালো পাকিস্তান। আমিনুল ইসলাম বিপ্লবের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে দাড়িয়ে থাকা নাইম শেখের হাতে ক্যাচ দেন সফরকারী দলের অধিনায়ক। আউট হবার আগে তিনি ২৫ বলে ১৯ রান করেন। ২৩ বলে ১৪ রান করে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান।

আফিফ হোসেন ২১ বলে ২০ রান করে ক্যাচ আউটের শিকার হয়েছেন। এ ছাড়া মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৩ রান। এ ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কোন ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন উসমান কাদির এবং মোহাম্মদ ওয়াসিম। ১টি করে উইকেট শিকার করেছেন অভিষিক্ত শাহনেওয়াজ ধানি এবং ইফতেখার আহমেদ।