ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশের বিজয়ের দিনে ইনজুরিতে সাকিব


আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আইরিশদের বিপক্ষে ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। বাংলাদেশের ইনিংসের ৩৫ তম ওভারে ব্যাটিংয়ের সময় পিঠে ব্যথা অনুভব করায় মাঠেই ফিজিওর সেবা নেন সাকিব। এরপর ব্যথা আরও বাড়লে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ৫০ রান করে। তাঁকে ছাড়াই সাত ওভার হাতে রেখে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সাকিবের এমন চোট দুশ্চিন্তায় ফেলছে টাইগারদের। এ ম্যাচে দুই ওপেনার লিটন কুমার দাস এবং তামিম ইকবাল তুলে নিয়েছিলেন অর্ধশতক। লিটন ৭৬ রান এবং তামিম ৫৭ রান করেছেন। যেখানে মাহমুদুল্লাহ ৩৫ রান নিয়ে এবং সাব্বির রহমান ৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। পল স্টার্লিংয়ের ১৩০ এবং অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের ৯৪ রানের ইনিংসে ৮ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড। তাঁদের দুইজনের জুটিতে ১৭৪ রান দলের খাতায় যোগ হয়। এটি স্টার্লিংয়ের অষ্টম ওয়ানডে শতক ছিল, যেখানে ৮টি চার এবং ৪টি শতক হাঁকিয়েছিলেন তিনি। এই দুইজনের উইকেট তুলে নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। দুর্দান্ত বোলিং করে নিজের দ্বিতীয় ম্যাচেই ৫৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। শুক্রবার উইন্ডিজদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে টাইগাররা।