বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-আফগানিস্তানের কাছেও হারেঃ লারা


২০১৯ বিশ্বকাপে ধারাবাহিক উইন্ডিজ দলকে দেখতে চান উইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারা। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের এক নম্বর দল ইংল্যান্ডকে হারালেও বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে ক্যারিবিয়ানদের। সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ ড্র করে জেসন হোল্ডাররা। কিন্তু এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর বাংলাদেশের মাটিতেও সিরিজ পরাজিত হয়েছিল উইন্ডিজ দল। ২০১৭ সালে আবার ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ হেরেছিল তারা। বিশ্বকাপের বাছাই পর্বেও আফগানিস্তানের বিপক্ষে দুইবারের দেখায় পরাজিত হয় ক্যারিবিয়রা। তবে ইংল্যান্ড বিশ্বকাপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইংল্যান্ডে বিশ্বকাপে দারুণ সব অঘটন ঘটাবে, বিশ্বাস উইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারার। 'ওয়েস্ট ইন্ডিজকে ধারাবাহিক ক্রিকেট খেলতেই হবে। আমরা দেখিয়েছি ইংল্যান্ড এবং ভারতকে আমরা হারাতে পারি। নিজেদের দিনে আমরা যে কোন দলকে হারাতে পারি। কিন্তু আমরা বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে পরাজিত হচ্ছি এবং আমরা এটা আমলে নিচ্ছি না। এই দিকটি ওয়েস্ট ইন্ডিজকে এড়িয়ে চলতে হবে। আমি তাদেরকে সেমিফাইনালে দেখতে চাই।' আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকলেও বিশ্বকাপে উইন্ডিজদের সব দলই সমীহের চোখে দেখবে, বিশ্বাস উইন্ডিজদের হয়ে ওয়ানডেতে দশ হাজার রানের মালিক লারার। 'ওয়েস্ট ইন্ডিজ গত দুই টি-টুয়েন্টি বিশ্বকাপে বিস্ময়কর দল ছিল। তারা সবসময়ই প্রতিপক্ষ দলের ভীতির কারণ ছিল। তাই আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কোন দল খেলার আগেই চিন্তা করবে না শুরুর আগেই সব শেষ হয়ে যাবে। অন্যদিকে আমার অতিমাত্রায় ব্যর্থ হতেও সক্ষম। তাই চমকপ্রদ উপাদান দুই দিকেই হতে পারে এবং এই দিকেই ওয়েস্ট ইন্ডিজকে কাজ করা প্রয়োজন।'