ত্রিদেশীয় সিরিজ

ম্যাচ প্র্যাকটিসের অভাব বোধ করছেন সাব্বির


বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজটি ম্যাচ অনুশীলনের জন্য সর্বশেষ মাধ্যম। কিন্তু ব্যাটিংয়ের সুযোগ হচ্ছে না সাব্বিরের। যার কারণে বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের অভাববোধ করছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে এখনও অবধি দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দলে। ম্যাচ দুটিতে একাদশে থেকেও ব্যাটিং করার সুযোগ হয়নি টাইগার দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের। তবে ম্যাচ প্র্যাকটিসের অভাব পুষিয়ে দেয়ার চেষ্টা করছেন নেট সেশনের মাধ্যমে। 'ম্যাচ প্র্যাকটিস হচ্ছে না সেভাবে। তবে আমার প্র্যাকটিসের জন্য যদি ম্যাচে ব্যাটিং চাই, তাহলে তো সেটা ভালো কিছু হলো না। আমার যেটা করণীয়, প্র্যাকটিস যতটা করার, সেসব করছি। সম্পৃক্ত থাকাটা, চেষ্টা করছি। অনুশীলন করছি। ম্যাচে যেভাবে সম্পৃক্ত থাকা যায়, সেভাবে অনুশীলনের চেষ্টা করছি।' তবে ব্যাটিং না পাওয়া দলের জন্য ইতিবাচক দিক মনে করেন সাব্বির। প্রথম ম্যাচে উইন্ডিজদের দেয়া ২৬৪ রানের লক্ষ্যে তামিম ইকবাল, সৌম্য সরকারের শতক ছাড়ানো উদ্বোধনী জুটির পর সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম ম্যাচ শেষ করে ফেরেন। আট উইকেটের জয় পায় টাইগাররা। ব্যাটিংয়ের সুযোগ হয়নি সাব্বিরের। দ্বিতীয় ম্যাচেও উইন্ডিজদের দেয়া ২৪৮ রানের লক্ষ্যে পাঁচ উইকেট হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ। যদিও ব্যাট হাতে উইকেটে নামার সুযোগ পেয়েছিলেন সাব্বির কিন্তু একটি বলও মোকাবেলা করার দরকার হয়নি তাঁকে। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক পারফর্মেন্স বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের স্বস্তি বাড়াচ্ছে। 'ব্যাটিং পাচ্ছি না, এটা তো দারুণ ইতিবাচক দিক। টপ অর্ডার ব্যাটসম্যানরা শেষ করে দিচ্ছে কাজ। বিশ্বকাপের আগে এটি খুব ভালো দলের জন্য। খুব ভালো ইঙ্গিত,' বলেছেন এই ডানহাতি।