ক্রিকেট

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়


বছরের শুরুতেই ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডের দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম জয় পেল বাংলাদেশ। মমিনুল হকের নেতৃত্বে সফরকারী দল বুধবার মাউন্ট মাউনগানুইয়ে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে আনল।

বাংলাদেশ ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করছে। মাউন্ট মাউনগানুইয়ে টেস্টের আগে তারা সব ফরম্যাটে ৩২টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই হেরেছে। ১৬ বারের চেষ্টার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে এটাই তাদের প্রথম জয়। প্রথম ইনিংসে সম্মিলিত ব্যাটিং প্রচেষ্টা এবং দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের ৬ উইকেট নেওয়ার পরেই তারা জয় নিজের দখলে আনে। বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশ এই স্মরণীয় জয় লাভ করেছে।