বিশ্বকাপ

সেমিফাইনাল ছাড়া ভিন্ন কিছু আমরা ভাবছি না: সাকিব


সেমিফাইনালের স্বপ্নটা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প কিছু ছিল না। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিতে সাকিব আবারো মনে করিয়ে দিলেন সেমিফাইনাল ছাড়া তাদের ভাবনায় কিছু নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, ‘এই মুহূর্তে আমি ব্যাটিং, বোলিং ও লিডারশিপ দিয়ে দলের অবদান রাখার চেষ্টা করছি। আমি এ ধারাবাহিকা ধরে রাখতে চাই। আর চারটি ম্যাচ আছে। আমরা সেমিফাইনাল খেলতে চাই। সেমিফাইনাল যেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে, পাশাপাশি আমাদেরকে প্রত্যেককে অবদান রাখতে হবে। আজকের ভালোটা সামনের ম্যাচে ধরে রাখতে হবে।’

চলতি বিশ্বকাপ চার ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৩৮৪ রান করে রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে আছেন। এমন সাফল্য কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে এমন পারফরম্যান্সের জন্য সংকল্পবদ্ধ ছিলাম। এখন ভালো সময় যাচ্ছে। নিশ্চিত করতে হবে এর ধারাবাহিকতা যেন বজায় থাকে। আমি আমার দায়িত্ব পালন করে যেতে চাই।’

৩৮৪ রান করে দূর্দান্ত ফর্মে থাকা সাকিব নিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘রানের কথা চিন্তা করলেও সর্বোচ্চ পর্যায়ে আছি। এর আগেও কয়েকবার ভালো অবস্থানে ছিলাম। কিন্তু এর মানে এই না যে ভালো অবস্থানে থেকে বড় স্কোর করবো। অনেক সময় ভালো অবস্থানে থেকেও বেশি রান করা সম্ভব হয় না। তবে এই মুহুর্তে ভালো অবস্থানে নেই। ’

বিশ্বকাপের মঞ্চে ভালো করতে মাইন্ডসেট ভালো থাকা জরুরি বলে মনে করেন সাকিব, ‘মাইন্ড সেট খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে মানসিক ফিটনেসটা বেশি কাজ করে। ফিটনেসটা ভালো থাকলে ভালো খেলতে সাহায্য করে। বিশ্বাস রাখতে হবে জেতা সম্ভব, এটা বিশ্বাস করলেই কেবল জয় আসবে। হয়তো সব সময় হবে না। তবে বেশির ভাগ সময়ই হবে।’

অর্ক হাসান, টন্টন।