ডিপিএল

অঘোষিত ফাইনালে স্বচ্ছ আম্পায়ারিংয়ের প্রত্যাশা আফতাবের


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসরে এখন পর্যন্ত আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ শোনা যায় নি। অথচ ঢাকা লীগে পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়মিত নেতিবাচক শিরোনামের জন্ম দিয়ে আসছে। এবারের ঢাকা লীগে অবশ্য ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিকেএসপিতে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার অঘোষিত শিরোপা নির্ধারণী ম্যাচটিতেও স্বচ্ছ আম্পায়ারিংয়ের প্রত্যাশা করছেন রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। ‘আলহামদুলিল্লাহ, আম্পায়ারিং অনেক ভালো হচ্ছে এবার। আমি এখনো তেমন কিছু দেখিনি। আশা করি শেষ যে দুই ম্যাচ আছে, সেখানেও ভালো কিছু দেখবো ইনশাল্লাহ,‘ শনিবার মিরপুরের একাডেমী মাঠে বলেছেন আফতাব। পয়েন্ট টেবিলে গিয়ে ঢাকা লীগের গ্রুপ পর্ব শেষ করেছিল রূপগঞ্জ। লীগের শীর্ষ দল হওয়ার পরও সুপার লীগের একটি ম্যাচও মিরপুরে পায় নি দলটি। লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিও খেলতে হচ্ছে বিকেএসপিতে। ‘অবশ্যই আশা করেছিলাম যেহেতু আমরা এক নম্বর দল হিসেবে উঠেছি তখন মিরপুরে একটু বেশি ম্যাচ পাবো,’ আক্ষেপ নিয়েই বলেছেন আফতাব। ‘তবে আমি জানি না আসলে......এটা ওনারাই চিন্তা করবে, এটা ওনাদের বিষয়। এটা ওনারা কিভাবে দেখছেন এবং তাঁরা যেখানে দেয় সেখানেই আমরা খেলতে বাধ্য।' তবে ঢাকা লীগের বড় ম্যাচের আগে রূপগঞ্জের ক্রিকেটারদের সকল ধরনের বাহ্যিক চাপ থেকে মুক্ত রাখতে চান আফতাব। বড় ম্যাচের চাপ এড়িয়ে স্বাভাবিক খেলাটা খেলুক নাফিস-নাইমরা, এটাই আফতাবের চাওয়া। ‘আমরা এখন পর্যন্ত তেমন কিছুর মুখোমুখি হইনি। সবকিছু শতভাগ সততার সাথে হচ্ছে। আর সবকিছু খুব ভালো হচ্ছে। আমরা আশা করবো এই ম্যাচটিও আমরা ভালোভাবে শেষ করতে পারবো। বড় দলের বিপক্ষে খেলতে গেলে চাপ তো থাকেই। ‘তবে এটি আমার খেলোয়াড়দের বুঝতে দিতে চাই না। আমরা চেষ্টা করি ক্রিকেটারদের যত রিল্যাক্স রাখা যায়। অফিসিয়াল লেভেল থেকে হয়তো কোনও চাপ তৈরি করতে পারে, তবে আমি নিজে সবসময় চেষ্টা করি যেন খেলোয়াড়দের মাঝে এমন কোনও চাপ তৈরি না হয়।'