ক্রিকেট

নাঈমকে প্রশংসায় ভাসালেন বাশার


তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পান নাঈম। সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। দিল্লিতে অভিষেকে ২৮ বলে করেছিলেন ২৬ রান। রাজকোটে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও তার ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৩৬ রানের নজরকাড়া ইনিংস। নাগপুরের তৃতীয় ও শেষ ম্যাচে মাত্র ৩৪ বলে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসের পথে ছক্কা মেরেছেন দুটি, চার ১০টি।
এমন ইনিংস খেলার পর সবার কাছ থেকেই প্রশংসায় ভাসছেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নির্বাচক হাবিবুল বাশার সুমনও প্রশংসা করলেন এই ব্যাটসম্যানের।

সোমবার দুপুরে হাবিবুল বাশার সুমনও প্রশংসা করলেন নাঈমের, ‘নাঈম শেখের রান করাটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো খবর। দুই বছর ধরে হাইপারফরম্যান্সে তাকে তৈরি করা হচ্ছিলো। নাঈম শেখকে দেখে মনে হচ্ছে সে পারফর্মার। প্রথম দুটি ম্যাচে বড় রান করতে পারেনি। শেষ ম্যাচে সফল হয়েছে। সবাইকে দেখিয়েছে ও (নাঈম) বড় রান করতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে রান করার বিশেষ ক্ষমতা লাগে। তার ব্যাপারে আমাদের ইনভেস্ট ভবিষ্যতে আরও কাজে লাগবে।’

খুব কাছ থেকেই নাঈম শেখকে দেখেছেন নির্বাচক হাবিবুল বাশার। তাইতো তার উন্নতিগুলো নির্বাচক বাশারের চোখে দারুন ভাবেই ধরা পড়েছে। এ প্রসঙ্গে হাবিবুল বাশার বলেছেন, ‘এ বছর তাঁর ব্যাটিংয়ে অনেক পরিবর্তন এনেছে। একজন খেলোয়াড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ের ভুল শোধরানোটা। শুরুর দিকে যখন এসেছিল হাই পারফরম্যান্স টিমে ট্যাকনিকে এতো আঁটসাঁট ছিল না। বেশি শট খেলতো। শট খেলার সামর্থ্যটা সবসময়ই ছিল। একটু আড়াআড়ি শট বেশি খেলতো। এবছর যখন দেখলাম ওর ব্যাটিং অনেক পরিবর্তন হয়েছে। অনেক কন্ট্রোল এসেছে ব্যাটিং। আশা করি সে অনেক দূর যাবে।’