বাংলাদেশ-ভারত

তামিম-সাকিব বিহীন বাংলাদেশের সম্ভাব্য একাদশ


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছাড়া আল-আমিন হোসেন এবং শফিউল ইসলামের প্রতি ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবে আস্থা রাখার জোর সম্ভাবনা রয়েছে নির্বাচকদের। বিপ্লবের পাশাপাশি দুই নম্বর স্পিনার হিসেবে খেলতে পারেন তাইজুল ইসলাম।

ব্যাটসম্যানদের মধ্যে নির্বাচকদের ভরসা হতে পারে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। গত মাসে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। তাই আজকের ম্যাচে অভিষেক হতে পারে তাঁর। সাকিব আল হাসান না থাকায় তিন নম্বর জায়গাটি ভালোভাবে সামলাতে হবে তাঁকে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে ২৬ বছর বয়সী অলরাউন্ডার শিভাম দুবের। ফিট থাকলে একাদশে জায়গা পেতে পারেন ডানহাতি ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।

স্যামসন পুরোপুরি ফিট না থাকলে লোকেশ রাহুলের ওপর ভরসা রাখতে পারে ভারত। এছাড়া স্পিনারদের মধ্যে যুবেন্দ্র চাহালের প্রতি ভরসা রাখার সম্ভাবনা আছে ভারতের টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম।