ক্রিকেট

সবচেয়ে কম ম্যাচ খেলে মোস্তাফিজের ৫০ উইকেট


বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মোস্তাফিজুর রহমান। ৪২ ম্যাচে সাকিব পঞ্চম উইকেট নিলেও মোস্তাফিজের লাগলো ৩৩ ম্যাচ। সাকিবের চেয়ে ৯ ম্যাচ কম খেলে ৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজ।

বুথবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে ৫০ উইকেটের মাইলফলক ছুঁতে মোস্তাফিজের প্রয়োজন ছিল একটি উইকেটের। কাইল জার্ভিসকে (২৭) সাব্বিরের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়ে ৫০তম উইকেটটি তুলে নেন মোস্তাফিজ। অবশ্য পরে আরও একটি উইকেট নেন তিনি। আইন্সলে এন্ডুলাভকে ফিরিয়ে ৫১তম উইকেট পান মোস্তাফিজ।

কুড়ি ওভারের ক্রিকেট বাংলাদেশের বোলারদের মধ্যে ৫০ প্লাস উইকেট আছে কেবল সাকিবেরই। ৭৫ ম্যাচ সাকিবের উইকেট সংখ্যা ৯১। বিশ্বের বোলারদের নিয়ে সাকিবের অবস্থান তিনে। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার উইকেট সংখ্যা ১০৪টি। দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদির উইকেট সংখ্যা ৯৮টি।