বিশ্বকাপ

সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ এটাঃ কোহলি


আসন্ন বিশ্বকাপের আসরকে সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ বলে মানছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করেন নিজের দিনে যেকোনো দল জয় পেতে পারে এই বিশ্ব আসরে। আগামী ২২ মে বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবে ভারত। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি ও প্রধান কোচ রবি শাস্ত্রী। সেখানেই কোহলি একথা বলেছেন। 'এটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ৷ যে কোনো দল যে কোনো দিন জয় পেতে পারে। প্রতিটি দল উন্নতি করছে। আফগানিস্তানের দিকে তাকান। গত বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপে সম্পূর্ণ ভিন্ন দল ওরা। তবে আমাদের দৃষ্টি থাকবে আমরা কেমন করছি। আমরা যদি নিজের স্কিল অনুযায়ী পারফর্ম করি, তাহলে বেশিরভাগ সময় আমরা ইতিবাচক ফলাফল পাব।' বিশ্বকাপে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভারত যেকোনো স্কোর গড়তে পারে বলে মনে করেন কোহলি। বিশ্বকাপে প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামাতে চান বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ‘আমার বিশ্বকাপে যেকোনও ধরণের স্কোর পেতে পারি ৷ ভবিষ্যদ্বাণী অনুযায়ী কিছু খুব বড় রানের ম্যাচ হবে৷ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে হবে। নিজেদের সেরা ক্ষমতা দিয়ে কোনও প্রতিপক্ষ নিয়ে ভাবলে চলবে না ৷ ’ ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে শিরোপা জিতবে ভারতই। ইংল্যান্ডের ফ্ল্যাট পিচে নিজেদের স্বাভাবিক রাখাই লক্ষ্য ভারতীয় কোচের। কোনো দলকে নিয়ে না ভেবে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যই ভারতের। ‘আমরা যদি ক্ষমতা অনুযায়ি খেলি তাহলে বিশ্বকাপ এখানে আসবে ৷ পিচ হয়ত ফ্ল্যাট হবে তবে ওখানের আবহাওয়া গুরুত্বপূর্ণ হবে ৷ নিজেদের ফ্লেক্সিবেল রাখতে হবে ৷ আমরা বিশ্বকাপে কোনও একটা দলকে নিয়ে ভাবলে হবে না ৷ পুরো টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷'