নেতৃত্ব পেয়ে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দলকে জিতিয়েছেন  স্টিভ স্মিথ । তাঁর অপরাজিত ৫৯ রানের সুবাদে মুম্বাইয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে রাজস্থান।

রাজস্থানকে জেতালেন স্মিথ


শনিবারই রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পেয়েছেন স্টিভ স্মিথ। নেতৃত্ব পেয়ে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দলকে জিতিয়েছেন তিনি। তাঁর অপরাজিত ৫৯ রানের সুবাদে মুম্বাইয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে রাজস্থান। ১৬২ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৩৯ রান যোগ করেন আজিঙ্কা রাহানে ও সঞ্জু স্যামসন। রাহানে আউট হয়েছেন ১২ রান করে। স্যামসনের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। বেন স্টোকস ফিরেছেন রানের খাতা খোলার আগেই। পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যান রাজস্থানের নতুন অধিনায়ক স্টিভ স্মিথ ও রাইয়ান পরাগ।  এই জুটি গড়ার পথে মাত্র ৪০ বলে অর্ধশতক হাঁকিয়েছেন স্টিভ স্মিথ। পরাগ ৪৩ রান করে আউট হলেও স্মিথকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি টার্নার। তিনি শূন্য রানে আউট হয়েছেন। শেষ দিকে স্টুয়ার্ট বিনিকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন স্মিথ। তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৯ রান। বিনি অপরাজিত ছিলেন ৭ রান করে। মুম্বাইয়ের হয়ে রাহুল চাহার একাই নিয়েছেন ৩টি উইকেট। ১টি উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। তাঁরা দলীয় ১১ রানেই ওপেনার রোহিত শর্মার উইকেট হারায়। মাত্র ৫ রান করে তিনি শ্রেয়াশ গোপালের শিকার হন। দ্বিতীয় উইকেটে ৯৭ রান যোগ করে মুম্বাইকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন সূর্য কুমার যাদব ও কুইন্টন ডি কক। ৩৪ রান করে স্টুয়ার্ট বিনির বলে ধাওয়ান কুলকার্নির হাতে ক্যাচ দিয়ে যাদব ফিরলে এই জুটি ভাঙে। একপ্রান্ত আগলে রাখা ডি কক ফিরে যান ৬৫ রান করে। ২৩ রান করা হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে মুম্বাইয়ের রানের চাকা অনেকটাই ধীর করে দিয়েছিলেন জফরা আর্চার। শেষ দিকে পোলার্ড মাত্র ১০ রান করে উনাদকাটের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। বেন কাটিং ১৩ ও ক্রুনাল পান্ডিয়া ২ রান করে অপরাজিত থেকে দলকে ১৬১ রানের লড়াইয়ের পুঁজি এনে দেন। সংক্ষিপ্ত স্কোরঃ মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৬১/৫ (২০ ওভার) (ডি কক ৬৫, যাদব ৩৪; গোপাল ২/২১) রাজস্থান রয়্যালসঃ ১৬২/৫ (১৯.১ ওভার) (স্মিথ ৫৯*, পরাগ ৪৩; চাহার ৩/২৯)