ত্রিদেশীয় সিরিজ

উইন্ডিজ পূর্ণ শক্তির দল ছিল নাঃ ম্যাকেঞ্জি


ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজদের হারিয়ে প্রথমবারের কোনো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। কিন্তু এতে অতটা সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। তাঁর মতে, ত্রিদেশীয় সিরিজের সাফল্যে টাইগারদের সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই, কারণ ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজরা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামেনি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইসের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই ত্রিদেশীয় সিরিজে লড়াই করেছে ক্যারিবিয়ানরা। স্বভাবতই বলা যায়, দ্বিতীয় সারির দল নিয়ে আয়ারল্যান্ডে খেলতে নেমেছিল জেসন হোল্ডাররা। বিশ্বকাপে শক্তিশালী উইন্ডিজের মোকাবেলা করতে হবে টাইগাররা। শুধু তাই নয়, ইংল্যান্ড বিশ্বকাপে সব দলই নিজেদের সেরা একাদশ মাঠে নামাবে, বিশ্বাস ম্যাকেঞ্জির। 'আমরা বেশি দূর চিন্তা করছি না। আমরা জানি উইন্ডিজরা পূর্ণ শক্তির দল ছিল না। বিশ্বকাপে উইকেট অনেক ভালো থাকবে এবং আমরা আরও নয়টি সেরা দলের বিপক্ষে খেলব। কিন্তু আমাদের ছেলেদের জন্য দারুণ নেতিবাচক দিক এটি।' তবে বিশ্বকাপের আগে এমন একটি সফলতা বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিবে। বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে যাওয়ার আগে এটা বাংলাদেশের জন্য আদর্শ প্রস্তুতি মনে করেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। 'বিশ্বকাপের আগে তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। আমি মনে করি ছেলেরা সর্বোচ্চ চেষ্টা দেখিয়েছে। আমার মনে হয় দলের জন্য ভালো প্রস্তুতি এখানেই হয়েছে।' কিন্তু খেলার মাঠে ক্রিকেটারদের মাঝে উদ্দীপনার অভাব লক্ষ্য করেছেন তিনি। যেখানে আরও জোর দিতে হবে তাঁদের, পরামর্শ দিয়েছেন ম্যাকেঞ্জি। 'আমার মনে হয় দল ভালো করছে, এমনকি যারা খেলায় অবদান রাখছে না তাঁরাও। খেলার সময় তাঁদের আরও উদ্দীপনা দেখাতে হবে। আমার মনে হয় এই দিকে আমাদের জোর দিতে হবে, প্রতিযোগিতামূলক প্রস্তুতির মাধ্যমে।'