ক্রিকেট

টেস্ট খেলতে ইন্দোরে বাংলাদেশ


ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট খেলতে ইতিমধৌ ইন্দোরে পৌঁছেছে বাংলাদেশ দল।

ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে শুরু হয়েছে দুই বছর মেয়াদী টেস্ট চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিচ্ছে র্যা ঙ্কিংয়ের সেরা নয় দল। বাংলাদেশ ও পাকিস্তান বাদে সবকটি দল টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করেছে। এবার বাংলাদেশের পালা। ইন্দোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। দুই বছরের মধ্যে আরও পাঁচটি সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি ঘরের মাঠে, দুটি প্রতিপক্ষের মাঠে।

প্রথমবারের মতো ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ। দারুণভাবে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও বাংলাদেশের শেষটা হয়েছে হতাশায়। হতাশা ঝেরে বাংলাদেশের চোখ এখন টেস্ট ক্রিকেটে। যেভাবেই হোক, টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা রাঙাতে চায় বাংলাদেশ। সোমবার দুপুরে প্রথম টেস্টের ভেন্যু শহর ইন্দোরে পা রেখেছে বাংলাদেশ দল।

মুমিনুল হকের জন্য সবকিছুই নতুন নতুন। তার হাত ধরে বাংলাদেশ পা রাখতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। যেখানে মুমিনুলেরও অধিনায়কত্বের শুরু হচ্ছে। সবকিছুকে ছাপিয়ে এত বড় মঞ্চে একজনের অভাব অনুভব করবেই বাংলাদেশ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকা মানে দলের সবচেয়ে বড় ধ্রুবতারাকে ছাড়া মাঠে নামা। তবুও মাঠে নামতে হবে, এগিয়ে যেতে হবে মুমিনুলের দলকে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।