নারী আইপিএল

ক্রিকেট আমার রক্তে মিশে আছেঃ জাহানারা


ক্রিকেটে আসার আগে এই খেলাটিকে খুব একটা পছন্দ করতেন না টাইগ্রেস অলরাউন্ডার জাহানারা আলম। কিন্তু কালের পরিক্রমায় সেই ক্রিকেটই এখন হয়ে উঠেছে জাহানারার ধ্যান জ্ঞান। ধীরে ধীরে খেলাটিকে ভালোবেসে ফেলেছেন তিনি। আর বর্তমানে ক্রিকেট অনেকটা রক্তের সাথেই মিশে গিয়েছে তাঁর। গত বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষ বলের রুদ্ধশ্বাস জয় এনে দেয়া জাহানারা একাত্তর টিভির সাথে আলাপকালে বলেছেন, 'আমি যখন ক্রিকেটে এসেছি তখন খেলাটি পছন্দ করতাম না। নিয়মকানুন তেমন জানতাম না যেটি আপনারা জানেন। এরপর যখন ক্রিকেটে প্রবেশ করি তখন থেকে শুরু করে এর মধ্যে ভালোবাসা জন্মে যায় ক্রিকেটের প্রতি। আর এখন বিষয়টি এমন যে আমার রক্তের সাথে মিশে আছে ক্রিকেট। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইপিএলে ডাক পেয়েছেন এই টাইগ্রেস অলরাউন্ডার। আর এই অর্জনে একই সাথে দারুণ উচ্ছ্বসিত এবং হতবাক তিনি। প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে সুযোগ পাওয়ায় উদ্বেলিত জাহানারা জানিয়েছেন অক্লান্ত পরিশ্রমের কল্যাণেই এই সাফল্য, 'এটি আমার ক্রিকেট ক্যারিয়ারের সবথেকে বড় সারপ্রাইজিং একটি ব্যাপার। কারণ আমি কখনও কল্পনা করিনি যে এভাবে আমি আইপিএলে ডাক পাব। পরিশ্রমের বদৌলতে এটি এসেছে,' বলেছেন তিনি। ভেলোসিটির পক্ষে খেলতে আগামী মাসের ২ তারিখ ভারতে উড়াল দিবেন জাহানারা। সেখানে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই অলরাউন্ড পারফর্মেন্স উপহার দিতে মুখিয়ে আছেন তিনি। তাঁর বিশ্বাস আইপিএলে ভালো খেলতে পারলে আগামী বছর আরও অনেক বাংলাদেশি নারী ক্রিকেটারদের সুযোগ মিলবে এই টুর্নামেন্টে খেলার। জাহানারার ভাষ্যমতে, 'আমার অবশ্যই লক্ষ্য থাকবে যে এই প্ল্যাটফর্মে, শুধু বোলিং দিয়ে নয়, ব্যাটিং, ফিল্ডিং সবকিছু দিয়ে যেন আমি অলরাউন্ড পারফর্মেন্স দেখাতে পারি। আমার মাধ্যমে এরপরের বছরের আইপিএলে যেন আরও অনেক মেয়ে ক্রিকেটার সুযোগ পায়। যেন আমি পারফর্মেন্স করতে পারলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের আরও অনেক মেয়ে আছে যারা পারফর্ম করতে সক্ষম।' উল্লেখ্য তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে নারীদের আইপিএল আসর। যেখানে মোট ম্যাচ হবে চারটি। বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ। টুর্নামেন্টটির ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ব্যাঙ্গালুরু এবং বিশাখাপত্নমকে।