ক্রিকেট

শুরুটা ভালো করতে মুখিয়ে মাহমুদউল্লাহ


ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জেমকন খুলনার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মিশন। সাকিব-মাহমুদউল্লাহ-ইমরুল-এনামুল-শফিউল-আল আমিনদের নিয়ে শক্তিশালী দল গড়েছে খুলনা। কাগজে-কলমে শক্তিশালী দল হলেও মাঠের ক্রিকেট খেলেই নিজেদের শক্তিমত্তা জানান দিতে চান মাহমুদউল্লাহ খুলনা। 

সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ সেটাই জানালেন, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে আমি সবসময়ই একটা কথা বিশ্বাস করি যে মাঠের পারফরম্যান্সটা সবসময়ই মুখ্য থাকবে। আপনি যত বড় নামই থাকেন, দিনশেষে আপনাকে মাঠে এটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে বলবো, মাঠে আমাদের প্রমাণের অনেক কিছু আছে।’

করোনার কারনে এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আগে বিসিবি বঙ্গবন্ধুর নামে কুড়ি ওভারের একটি টুর্নামেন্ট আয়োজন করছে। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের খেলার সুযোগ হলেও এখানে স্থানীয় ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে ৫টি দল। এই টুর্নামেন্টে সব স্থানীয় ক্রিকেটার বলে নিজেদের মধ্যে ভালো প্রতিযোগিতা দেখার প্রত্যাশা করছেন মাহমুদউল্লাহ, ‘বিপিএলের আবহ অন্যরকম থাকে, এই টুর্নামেন্টের আবহ অন্যরকম। কারণ, ওখানে (বিপিএলে) অনেক সময় বড় বড় ওভারসিজ প্লেয়াররাও থাকে। একই সাথে আমার এটাও মনে হয় এটা খুবই ভাল এক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সবাই স্থানীয় ক্রিকেটার। ফলে আমরা সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছি। আমি আমার দল নিয়ে বেশ আশাবাদী। আমি আশা করি আমরা ভালো করতে পারবো।'

প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহর দল চ্যাম্পিয়ন হয়েছিল। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ। ওয়ানডের শিরোপর পর টি-টোয়েন্টির শিরোপা জেতার হাতছানি মাহমুদউল্লাহর সামনে। কতটা আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার, ‘না, স্যাটিসফ্যাকশনের কিছু নেই। অবশ্যই ভালো লাগে যখন আপনি কোন দলের জন্য চ্যাম্পিয়ন হতে পারেন। তো আমার মনে হয় এটা এখন অতীত। ওটা ৫০ ওভারের ফরম্যাটে ছিল, এটা ভিন্ন ফরম্যাট।’পুরো টুর্নামেন্টে ভালো করতে মাহমুদউল্লাহ শুরুটা ভালো করতে মুখিয়ে আছেন, ‘শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় বিশ্বাস করি যেকোন টুর্নামেন্টে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ দলীয় ও ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস আনার জন্য। দলের মধ্যে সেই আত্মবিশ্বাসটা ছড়িয়ে দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য ভালো শুরুটা অনেক গুরুত্বপূর্ণ।’