ক্রিকেট

পেস নির্ভর কন্ডিশন, আত্মবিশ্বাসী সাইফউদ্দিন


সাতজন বিশেষজ্ঞ পেসার নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। পেস নির্ভর কন্ডিশন বলেই টিম ম্যানেজমেন্ট বাড়তি পেসার নিয়েছে। আর এমন কন্ডিশন বলেই ভালো করতে ব্যক্তিগত ভাবে আত্মবিশ্বাসী পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

যদিও ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে ব্যাটিং-বোলিংয়ে খুব ভালো করতে পারেনি সাইফউদ্দিন। তিন ম্যাচে ব্যাটিং করে ৯৫ রানের পাশাপাশি এক উইকেট নিয়েছেন তরুণ এই পেস বোলিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডগামী বিমানে চাপার আগে সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন বলেছেন, ‘ভালো অবস্থায় থাকলে যে কোন কন্ডিশনে ভালো করা সম্ভব। লাইন এবং লেন্থ ঠিক রাখতে না পারলে কখনোই সেরা বোলিং হবে না। আমি যদি আমার বেসিক ঠিক রেখে বোলিং করতে পারি, তাহলে সাফল্য পাবো।’ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই ভালো করতে মুখিয়ে সাইফউদ্দিন, ‘অবশ্যই, বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশা আল্লাহ, এটা নিয়ে আমি বেশি সিরিয়াস। আশা করি ভালো করবো।’

এর আগে কিউই কন্ডিশনে সবমিলিয়ে ২৬ ম্যাচে খেলেছে বাংলাদেশ। তিন ফরম্যাটের একটি ম্যাচেও জয় পায়নি লাল-সবুজ জার্সিরা। নিরপেক্ষ ভেন্যু কিংবা নিজেদের মাঠে একাধিক জয় থাকলেও কিউই কন্ডিশনে একটিও জয় নেই মুশফিকদের। জয় না পাওয়া বাংলাদেশ এবার জয় পেতে মরিয়া। অন্য সবার মতো সাইফউদ্দিনও সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেক চাপ থাকবে কিনা, সেইসব ভাবছি না। প্রসেসটা ঠিক রাখলে ইনশা আল্লাহ সফলতা পাব। আশা করি আমরা পুরনো ইতহাস পাল্টাতে পারবো।’

নিউজিল্যান্ডে ৫ দিনের ক্যাম্প করার সুযোগ পাবে বাংলাদেশ দল। ওই ক্যাম্পের মাধ্যমে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘ইনশাআল্লাহ, আমরা কয়েকদিনের সময় পাব, অনুশীলনের জন্য। কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবো, কোচিং স্টাফদের সহায়তা নিয়ে ‘দলে সাত পেসার। একাদশে সুযোগ পাওয়া কতটা চ্যালেঞ্জিং হবে? এমন প্রশ্নে সাইফউদ্দিনের জবাব, ‘না, এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যা ভালো মনে হবে টিম ম্যানেজমেন্ট সেটাই করবে। ইনশাআল্লাহ, আমি আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। এরপর সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’