বিশ্বকাপ

আবার সেঞ্চুরি করবেন কখনও ভাবেননি ওয়ার্নার


৩৬তম ওভারে শাহীন শাহ আফ্রিদির প্রথম বলে দারুণ এক শট বাউন্ডারি পার হতেই উঁচুতে লাফ দিলেন ডেভিড ওয়ার্নার। ১৫তম ওয়ানডে সেঞ্চুরি উদযাপনে তার আনন্দ ছিল দেখার মতো। কারণ বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হওয়ার পর জীবনে আর কখনও সেঞ্চুরির দেখা পাবেন কিনা ভয় ছিল অস্ট্রেলিয়ার ওপেনারের মনে।

১৪ মাস পর ওয়ার্নার জাতীয় দলের জার্সি পরেন এই বিশ্বকাপে। আগের তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি ছিল তার আফগানিস্তান ও ভারতের বিপক্ষে। কিন্তু ঠিক স্বরূপে ছিলেন না তিনি। ধীর ব্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়েছিলেন এই অজি ওপেনার। তবে স্বরূপে ফিরলেন বুধবার পাকিস্তানের বিপক্ষে। ৫১ বলে ফিফটির পর ১০২ বলে নতুন জীবনের ‘প্রথম সেঞ্চুরি’ করলেন ওয়ার্নার। তার এই স্বস্তিদায়ক ইনিংস পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪১ রানের জয়ের ভিত গড়ে দিয়েছিল। 

২০১৭ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টের সেঞ্চুরিকেই ক্যারিয়ারের শেষ মনে করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ওই ইনিংসে শতক উদযাপনটাই জীবনের শেষ ভেবেছিলেন কিনা প্রশ্নে ওয়ার্নার বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। এই ভাবনা আমার মনের মধ্যে সবসময় হয়েছে।’