ক্রিকেট

নিরবে দেশে ফিরেছে মুমিনুলরা


অনূর্ধ্ব-১৯ দলকে বরণে বিসিবি কর্মকর্তাদের ব্যস্ততা যখন তুঙ্গে তখন পাকিস্তান থেকে নীরবে দেশে ফিরল জাতীয় দল। রাওয়ালপিন্ডি টেস্ট ইনিংস ৪৪ রানের ব্যবধানে হেরে তামিম-মুমিনুলরা ঢাকায় পৌঁছান মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে। বিমানবন্দরে ছিল না উৎসুক মানুষের ভিড়।

সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে মুমিনুল হকের দল এপ্রিলে আবার পাকিস্তান যাবে। করাচিতে ৫-৯ তারিখ গড়াবে শেষ টেস্ট ম্যাচটি। তার আগে ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে একটি ওয়ানডে।

কাতার এয়ারওয়েজে টেস্ট দলের ১১ ক্রিকেটার ফিরেছেন একসঙ্গে। চার ক্রিকেটার ফিরবেন বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে। আর বিশ্বকাপ জয় করা অনূর্ধ্ব-১৯ দল সাউথ আফ্রিকা থেকে ফিরবে ৪টা ৫৫ মিনিটে।

বড়দের হতাশার মাঝেই বিরাট সাফল্য নিয়ে এসেছে ছোটরা। যুব বিশ্বকাপ জিতে ফেরা দলটিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে থাকবেন ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা।

পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সিরিজের প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে হার। অন্যদিকে যুবাদের মাধ্যমে বিশ্বজয়ের গৌরব। স্বাভাবিক কারনেই তামিম-মুমিনুলদের ছাপিয়ে ক্রিকেটভক্তদের সব আগ্রহ এখন আকবর-রাকিবুলদের ঘিরে। বিশ্ব চ্যাম্পিয়নদের ঘিরে এমন ঝোঁক তো থাকবেই!