ক্রিকেট

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস


বেন স্টোকস গত বছর ক্রিকেটে অসাধারণ নৈপুণ্যে প্রাদপ্রদীপের আলোয় ছিলেন। তার অসামান্য অবদান ছিল ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ জেতাতে। অ্যাশেজে হেডিংলি টেস্টেও খেলেছেন সর্বকালের অন্যতম সেরা ইনিংস (১৩৫)। এমন সাফল্যের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার,জিতেছেন আইসিসির সবচেয়ে বড় পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।

বাকিরা যেখানে ছিলেন ব্যর্থ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরূদ্ধকর ফাইনালে। স্টোকস মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে অপরাজিত ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন। ইংল্যান্ড এই ইনিংসের কল্যাণেই সুপার ওভারে পৌঁছাতে পারে। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে স্টোকস ২০টি ওয়ানডে খেলে ৭১৯ রান ও ১২ উইকেট নিয়েছেন। এই সময়ে টেস্টেও সমানভাবে অবদান রেখেছেন।২২টি উইকেট ১১ টেস্টে ৮২১ রানের পাশাপাশি নিয়েছেন। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স হয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার হাতে ওয়ানডের বর্ষসেরা পুরস্কার উঠেছে।

ভারতের পেসার দীপক চাহার বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টির বর্ষসেরা পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন। টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে আলো ছড়ানো মার্নাস লাবুশেন পেয়েছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।

কোহলি গত বছর বর্ষসেরা ক্রিকেটারসহ তিনবিভাগে সেরা হওয়া জিতেছেন স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড। অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবার সময় দুয়ো শুনছিলেন। সেই সময়ই ক্রিকেটীয় চেতনায় উদ্বুদ্ধ কোহলি সবাইকে চুপ হওয়ার ইঙ্গিত করে বাহবা কুড়ান।

একই সঙ্গে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে আইসিসি। দুটি দলেরই অধিনায়ক বিরাট কোহলি। তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি সাকিব আল হাসানের।

আইসিসির বর্ষ সেরা- ২০১৯

বর্ষসেরা ক্রিকেটার- বেন স্টোকস (ইংল্যান্ড)

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার-প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- রোহিত শর্মা (ভারত)

বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স- দীপক চাহার, ৭/৬ বাংলাদেশের বিপক্ষে

উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার- মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া)

সহযোগী দেশের বর্ষসেরা- কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড- বিরাট কোহলি

বর্ষসেরা আম্পায়ার- রিচার্ড ইলিংওয়ার্থ

বর্ষসেরা টেস্ট দল, ব্যাটিং অর্ডার অনুযায়ী : মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেইল ওয়াগনার ও নাথান লায়ন।

বর্ষসেরা ওয়ানডে দল, ব্যাটিং অর্ডার অনুযায়ী : রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটকিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব।